শেয়ারবাজার :::: গত সপ্তাহজুড়ে পতনের ধারায় ছিল দেশের দুই শেয়ারবাজার। গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৫ দশমিক ৬০ শতাংশ বা ৩২০ দশমিক ৪৬ পয়েন্ট। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সাধারণ সূচক কমেছে ২ দশমিক ৩৬ শতাংশ বা ২৩৪ দশমিক ৬৪ পয়েন্ট। এছাড়া আগের সপ্তাহের চেয়ে উভয় বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম ও লেনদেন কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয় ২৬১টির। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৬টিরই দাম কমেছে আর বেড়েছে মাত্র ১৫টির।
একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৫ দশমিক ৬০ শতাংশ বা ৩২০ দশমিক ৪৬ পয়েন্ট কমে নেমে যায় ৫ হাজার ৩৯৭ দশমিক ৬২ পয়েন্টে। সার্বিক সূচক ৫ দশমিক ৫৬ শতাংশ বা ২৬৪ দশমিক ৭৯ পয়েন্ট কমে স্থির হয় ৪ হাজার ৪৯৬ দশমিক ৯১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয় মোট ১ হাজার ৭৫৫ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৮৭৮ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ২৬৯ টাকা।
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার ১৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৫৫ হাজার ৬১০ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৫১০ টাকা।
গত সপ্তাহে দাম বাড়ার ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যালস, আইবিবিএল বন্ড, স্কয়ার টেক্সটাইল, গ্লোবাল ইন্স্যুরেন্স, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, বাটা সু, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, সাব ২৫% কনভারটিবল বন্ডস অফ ব্র্যাক ব্যাংক ও দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড।
এদিকে দাম কমার দিক দিয়ে শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- আইএফআইসি ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, বারাকাতউল্লাহ ইলেক্ট্র ডায়নামিকস, বিকন ফার্মা., প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ঢাকা ইন্স্যুরেন্স।
এছাড়া লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- এম আই সিমেন্ট, তিতাস গ্যাস, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসআরএম স্টিলস, স্কয়ার ফার্মা ও আরএন স্পিনিং মিলস।
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গত সপ্তাহে। এর আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
অপরদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় মোট ২০৮টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম।
গত সপ্তাহে সিএসইর সাধারণ সূচক ২ দশমিক ৩৬ শতাংশ কমে ৯ হাজার ৭০০ পয়েন্টে নেমে আসে। সার্বিক সূচক ২ দশমিক ৩৫ শতাংশ কমে স্থির হয় ১৫ হাজার ৭৪ পয়েন্টে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয় ২৬১টির। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৬টিরই দাম কমেছে আর বেড়েছে মাত্র ১৫টির।
একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৫ দশমিক ৬০ শতাংশ বা ৩২০ দশমিক ৪৬ পয়েন্ট কমে নেমে যায় ৫ হাজার ৩৯৭ দশমিক ৬২ পয়েন্টে। সার্বিক সূচক ৫ দশমিক ৫৬ শতাংশ বা ২৬৪ দশমিক ৭৯ পয়েন্ট কমে স্থির হয় ৪ হাজার ৪৯৬ দশমিক ৯১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয় মোট ১ হাজার ৭৫৫ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৮৭৮ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ২৬৯ টাকা।
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার ১৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৫৫ হাজার ৬১০ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৫১০ টাকা।
গত সপ্তাহে দাম বাড়ার ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যালস, আইবিবিএল বন্ড, স্কয়ার টেক্সটাইল, গ্লোবাল ইন্স্যুরেন্স, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, বাটা সু, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, সাব ২৫% কনভারটিবল বন্ডস অফ ব্র্যাক ব্যাংক ও দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড।
এদিকে দাম কমার দিক দিয়ে শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- আইএফআইসি ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, বারাকাতউল্লাহ ইলেক্ট্র ডায়নামিকস, বিকন ফার্মা., প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ঢাকা ইন্স্যুরেন্স।
এছাড়া লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- এম আই সিমেন্ট, তিতাস গ্যাস, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসআরএম স্টিলস, স্কয়ার ফার্মা ও আরএন স্পিনিং মিলস।
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গত সপ্তাহে। এর আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
অপরদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় মোট ২০৮টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম।
গত সপ্তাহে সিএসইর সাধারণ সূচক ২ দশমিক ৩৬ শতাংশ কমে ৯ হাজার ৭০০ পয়েন্টে নেমে আসে। সার্বিক সূচক ২ দশমিক ৩৫ শতাংশ কমে স্থির হয় ১৫ হাজার ৭৪ পয়েন্টে।