পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোনো মামলা করা যাবে না। কারণ এ প্রতিবেদনে অভিযুক্তদের বিষয়ে তথ্য প্রমাণাদি নেই। এছাড়া নতুন কোনো তথ্যও যোগ হয়নি। গত ২ বছরে পত্রিকায় সেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলোই এখানে দেওয়া হয়েছে।
সম্প্রতি শেয়ারবাজার কেলেংকারি সমাজিক অর্থনৈতিক প্রক্রিয়া বিষয়ে শনিবার সকালে মুক্তিযোদ্ধা জাদুঘরে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা এ দাবি করেন।
সম্মিলিত সামাজিক আন্দোলন অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেইলি সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ এম এ আকাশ ড. রমনী মোহন দেবনাথ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক রঙ্গলাল প্রমুখ।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, উচ্চাকাক্সক্ষার কারণে এবং অতি মুনাফার জন্যই পুঁজিবাজারের এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এখানে ধনীরা ধনী হয়েছে। পুঁজি হারিয়েছে নিম্নবিত্ত মানুষ। এক্ষেত্রে রাষ্ট্রের চরিত্র ও ব্যবস্থাপনার পরিবর্তন প্রয়োজন রয়েছেন। যাদের নাম এসেছে তারা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের বিচার করতে হলে রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন করতে হবে।
অর্থনীতিবিদ এম এ আকাশ বলেন, সরকারকে তার মিত্র রক্ষার মানসিকতা পরিবর্তন করতে হবে। অভিযুক্ত তিন ব্যক্তিকে শাস্তি দেওয়া গেলে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারে। মোসাদ্দেক হোসেন ফালু , সালমান এফ রহমান, ও আ ফ ম মুস্তফা কামাল বিষয়ে অধিক তদন্ত প্রয়োজন। এদের শাস্তির ব্যবস্থা করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, বর্তমানে এ বাজারে সাধারণ বিনিয়োগকারী নেই বললেই চলে। যারা রয়েছেন তারা বড় বিনিয়োগকারী।
সম্প্রতি শেয়ারবাজার কেলেংকারি সমাজিক অর্থনৈতিক প্রক্রিয়া বিষয়ে শনিবার সকালে মুক্তিযোদ্ধা জাদুঘরে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা এ দাবি করেন।
সম্মিলিত সামাজিক আন্দোলন অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেইলি সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ এম এ আকাশ ড. রমনী মোহন দেবনাথ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক রঙ্গলাল প্রমুখ।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, উচ্চাকাক্সক্ষার কারণে এবং অতি মুনাফার জন্যই পুঁজিবাজারের এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এখানে ধনীরা ধনী হয়েছে। পুঁজি হারিয়েছে নিম্নবিত্ত মানুষ। এক্ষেত্রে রাষ্ট্রের চরিত্র ও ব্যবস্থাপনার পরিবর্তন প্রয়োজন রয়েছেন। যাদের নাম এসেছে তারা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের বিচার করতে হলে রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন করতে হবে।
অর্থনীতিবিদ এম এ আকাশ বলেন, সরকারকে তার মিত্র রক্ষার মানসিকতা পরিবর্তন করতে হবে। অভিযুক্ত তিন ব্যক্তিকে শাস্তি দেওয়া গেলে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারে। মোসাদ্দেক হোসেন ফালু , সালমান এফ রহমান, ও আ ফ ম মুস্তফা কামাল বিষয়ে অধিক তদন্ত প্রয়োজন। এদের শাস্তির ব্যবস্থা করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, বর্তমানে এ বাজারে সাধারণ বিনিয়োগকারী নেই বললেই চলে। যারা রয়েছেন তারা বড় বিনিয়োগকারী।