শেয়ারবাজার এসইসি পুনর্গঠনের পর কমিটির সুপারিশের আলোকে স্বল্প মেয়াদে (১ মাসের মধ্যে) ১৭টি বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মধ্য মেয়াদে (৪ মাসের মধ্যে) বাস্তবায়নের জন্য সাতটি বিষয় নির্ধারণ করেছে বলে অর্থমন্ত্রী জানান।
কমিটির সুপারিশ অনুযায়ী তদন্ত পরবর্তী ধারাবাহিক কাজ অব্যাহত রাখার লক্ষ্যে একটি সার্বক্ষণিক 'যৌথ ইন্সপেকশন দল' গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মুহিত বলেন, "কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। এ টাস্কফোর্স শুধু প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নই পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করবে না, তাঁরা পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমেরও মূল্যায়ন করবে।"
কার্যপরিধি চূড়ান্ত করে খুব শিগগিরই এই টাস্কফোর্স ঘোষণা করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, "সরকারের নিজস্ব পর্যবেক্ষণ হলো- পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা সমূহের পারস্পরিক সমন্বয়ের অভাব ছিলো। ভবিষ্যতে এ সমন্বয়হীনতা যাতে আর না হয় সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, এসইসি এবং স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে যথাযথ সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কমিটির সুপারিশ অনুযায়ী তদন্ত পরবর্তী ধারাবাহিক কাজ অব্যাহত রাখার লক্ষ্যে একটি সার্বক্ষণিক 'যৌথ ইন্সপেকশন দল' গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মুহিত বলেন, "কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। এ টাস্কফোর্স শুধু প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নই পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করবে না, তাঁরা পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমেরও মূল্যায়ন করবে।"
কার্যপরিধি চূড়ান্ত করে খুব শিগগিরই এই টাস্কফোর্স ঘোষণা করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, "সরকারের নিজস্ব পর্যবেক্ষণ হলো- পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা সমূহের পারস্পরিক সমন্বয়ের অভাব ছিলো। ভবিষ্যতে এ সমন্বয়হীনতা যাতে আর না হয় সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, এসইসি এবং স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে যথাযথ সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"