(৫২৮) আজ বহুল প্রতিক্ষিত

Thursday, April 28, 2011 Unknown
পুঁজিবাজারের পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের নিবন্ধন প্রক্রিয়া আজ বৃহস্পতিবার সম্পন্ন হবে। মূল উদ্যোক্তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) বাকি সাতটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা যৌথভাবে ঢাকার সাব রেজিস্ট্রারের মাধ্যমে ফান্ডের দলিল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন। নিবন্ধনের কাগজপত্রসহ ওই দিনই সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনে (এসইসি) নির্ধারিত ১০ কোটি টাকা ফি হিসেবে জমা দেওয়া হবে। এসব আনুষ্ঠানিকতা শেষ হলে উদ্যোক্তা অংশের দেড় হাজার কোটি টাকা নিয়ে বিনিয়োগ কার্যক্রম শুরু হবে।
এ ফান্ডের মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান গতকাল কালের কণ্ঠকে বলেন, ফান্ড নিবন্ধনের কাজ বৃহস্পতিবারই সকাল সাড়ে ৯টায় আইসিবিতে সম্পন্ন হবে। সব উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এখানে আসবেন। ঢাকা সাব রেজিস্ট্রার কমিশন নিয়ে আইসিবিতে আসবেন। তিনি জানান, বৃহস্পতিবারই নিবন্ধন ফিসহ সব কাগজপত্র এসইসিতে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, পুঁজিবাজারের পতনের ধারা রোধ করতে ৬ মার্চ পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড গঠন করার সিদ্ধান্ত নেয় আইসিবি। এ ফান্ডে যৌথ উদ্যোক্তা হিসেবে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল, জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশন রয়েছে।


The Securities and Exchange Commission yesterday approved a trust deed and investment management agreements on the Tk 5,000 crore Bangladesh Fund designed to prop up the volatile stockmarket.
The approval came at a meeting of the stockmarket regulator with the commission's chief Ziaul Haque Khondker in the chair.
Eight state-owned financial institutions will sponsor Tk 1,500 crore of the fund, while the rest of the fund will be raised from institutions and individuals, said Saifur Rahman, a spokesman for the SEC, in a press briefing after the meeting.
The eight institutions are: Investment Corporation of Bangladesh (ICB), Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, Bangladesh Development Bank, Sadharan Bima Corporation and Jibon Bima Corporation.
“It will be an open-ended mutual fund and will be a professionally managed collective investment scheme with an unlimited lifetime and size,” he said, adding that face value of each unit will be Tk 100.
He said the fund will have to be registered with the office of sub-registrar prior to launching and a certified copy of the registration will have to be submitted to the SEC.
ICB Asset Management Company Ltd is the manager of the fund, while ICB Capital Management Company Ltd is the custodian.
Although the sponsors sought a waiver of some applicable rules, the SEC said everything will be under the existing rules.
The sponsors had requested for allowing 50 percent of the fund to be invested in the stockmarket and the rest in the money market. “But as per rules, a fund's minimum 75 percent is meant for investment in the stockmarket,” he said, adding that 25 percent can be invested in the money market.
“There were also requests for reducing the fund's registration fee and annual fee to Tk 50,000 each. But the fund will have to submit the registration fee and annual fee as per existing rules,” said Rahman, also an executive director of the SEC.
A fund has to submit registration fees equivalent to 0.2 percent of the fund size and annual fees equivalent to 0.1 percent of the fund. So, the Bangladesh Fund will have to submit Tk 10 crore in registration fees and Tk 5 crore in annual fees.
Besides, the SEC executive director said the fund sponsors had sought 10 percent quota allotment of government shares while offloading in the stockmarket. The commission replied that it depends on the government's decision.
“On the appeal of a 5 percent quota in any initial public offering, the commission observed that it will also depend on rules,” Rahman added.
On March 6, the ICB, along with seven other state-owned enterprises, decided to give a massive liquidity support to the shrivelling stockmarket by creating a Tk 5,000 crore fund, and the proposal was submitted to the SEC on March 29 for approval.

 

Blog Archive