শেয়ারবাজার
স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "সরকার এক বছর আগে থেকেই স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশনের চেষ্টা চালিয়ে আসছে। সে লক্ষ্যে সরকার স্টক এক্সচেঞ্জকেও সচেতন করেছিলো। কমিটিও এ বিষয়ে সুপারিশ করেছে। এখন স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশনের পক্ষে অবস্থান নিয়েছে। সরকার এতে খুবই আশান্বিত হয়েছে। আলোচনা করে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। নতুন অর্থবছরে এ প্রক্রিয়াটি শুরু করা...
(৫৫৭) ৪ মাসের মধ্যে ৭ টি
শেয়ারবাজার এসইসি পুনর্গঠনের পর কমিটির সুপারিশের আলোকে স্বল্প মেয়াদে (১ মাসের মধ্যে) ১৭টি বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মধ্য মেয়াদে (৪ মাসের মধ্যে) বাস্তবায়নের জন্য সাতটি বিষয় নির্ধারণ করেছে বলে অর্থমন্ত্রী জানান।
কমিটির সুপারিশ অনুযায়ী তদন্ত পরবর্তী ধারাবাহিক কাজ অব্যাহত রাখার লক্ষ্যে একটি সার্বক্ষণিক 'যৌথ ইন্সপেকশন দল' গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মুহিত বলেন,...
(৫৫৬) অনেক কিছুই তো বললাম। নামটা না হয় এখন নাই বললাম
তদন্ত প্রতিবেদনে বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দায়ী করা হলেও এর সঙ্গে দ্বিমত প্রকাশ করেন মুহিত।
তবে তিনি বলেন, "সরকার মনে করে, পুঁজিবাজারের ওপর আস্থা নিশ্চিত করতে পুরো এসইসি পুর্নগঠন করা প্রয়োজন। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে।"
মুহিত এসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের কথা জানালেও কাকে নিয়োগ দেওয়া হয়েছে, তা প্রকাশ করেননি।...
(৫৫৫) ৮ টি দশা (Phase)
শেয়ারবাজার পুঁজিবাজার তদন্ত কমিটির পুরো প্রতিবেদন গ্রহণযোগ্য মনে না করলেও সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার। সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। নতুন সদস্যও আসছে।
পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে শনিবার সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি গত ৭ এপ্রিল তাদের প্রতিবেদন...
(৫৫৪) এই নামগুলো মনে রাখতে পারেন
শেয়ারবাজার অর্থ মন্ত্রণালয় বলেছে, পুঁজিবাজারের দর বাড়ার সময় গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি মুখ্য ভূমিকা। এছাড়া এছাড়া আরো চার ব্যক্তি সম্পর্কে পর্যবেক্ষণ দিয়েছে মন্ত্রণালয়।
অন্য চার ব্যক্তি হলেন- মো. আব্দুস সালাম, শামীমা শরীফ, সৈয়দ সিরাজ উদ্দৌলা, আবু সাদাত মো. সায়েম ও আব্দুল মোবিন মোল্লা।
এ পাঁচ ব্যক্তি শেয়ারের মূল্য বৃদ্ধি এবং নিয়ম ভেঙে লেনেদেনে ভূমিকা রেখেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শনিবার...
শেয়ারবাজার তদন্ত কমিটির সুপারিশের পর এসইসিতে চেয়ারম্যান পদে পরিবর্তন করা হচ্ছে। তবে শেয়ারবাজারে অস্থিরতার জন্য বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসিকে পুরোপুরি ব্যর্থ বলে তদন্ত কমিটি যে সুপারিশ করেছে, তা সরকার পুরোপুরি গ্রহণ করছে না। এর সঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্ট অন্য সংস্থাও জড়িত রয়েছে এবং শেয়ারবাজার নিয়ে সরকারের নানা সংস্কারের কথাও তুলে ধরেন তিনি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে আরো দুই জন সদস্যও নতুন...
(৫৫৩) ফৌজদারি কিছু বিষয়
শেয়ারবাজার তদন্ত কমিটির সুপারিশের পর এসইসিতে চেয়ারম্যান পদে পরিবর্তন করা হচ্ছে। তবে শেয়ারবাজারে অস্থিরতার জন্য বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসিকে পুরোপুরি ব্যর্থ বলে তদন্ত কমিটি যে সুপারিশ করেছে, তা সরকার পুরোপুরি গ্রহণ করছে না। এর সঙ্গে শেয়ারবাজার সংশ্লিষ্ট অন্য সংস্থাও জড়িত রয়েছে এবং শেয়ারবাজার নিয়ে সরকারের নানা সংস্কারের কথাও তুলে ধরেন তিনি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে আরো দুই জন সদস্যও নতুন...
(৫৫২) চরিত্র হনন হোক vs ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাক
কোনো ধরনের সম্পাদনা ছাড়াই আনুষ্ঠানিকভাবে হুবহু প্রকাশ করেছে সরকার। একইসঙ্গে তদন্ত কমিটির সুপারিশ মেনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পুনর্গঠন, কিছু ক্ষেত্রে আরও তদন্ত, সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণে টাস্কফোর্স গঠন এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল...
(৫৫১) বাজারে এখন সব বড় বিনিয়োগকারী।
পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোনো মামলা করা যাবে না। কারণ এ প্রতিবেদনে অভিযুক্তদের বিষয়ে তথ্য প্রমাণাদি নেই। এছাড়া নতুন কোনো তথ্যও যোগ হয়নি। গত ২ বছরে পত্রিকায় সেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলোই এখানে দেওয়া হয়েছে।
সম্প্রতি শেয়ারবাজার কেলেংকারি সমাজিক অর্থনৈতিক প্রক্রিয়া বিষয়ে শনিবার সকালে মুক্তিযোদ্ধা জাদুঘরে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা এ দাবি করেন।
সম্মিলিত সামাজিক...
(৫৫০) জ্ঞানভিত্তিক সঠিক সিদ্ধান্ত
অবশেষে শেয়ারবাজার কেলেংকারির তদন্ত রিপোর্ট কোনো প্রকার কাটছাঁট ছাড়াই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সরকার। অর্থমন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রতিবেদনটি পাওয়া যাচ্ছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করেন।
এসময় তিনি পুঁজিবাজার নিয়ে সরকারের নানা সংস্কারের কথা তুলে ধরেন।
তিনি বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা...
(৫৪৯) আলোচনা সভায় বক্তারা এ দাবি
সম্মিলিত সামাজিক আন্দোলন শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্ট দ্রুত প্রকাশ এবং দোষীদের শাস্তির দাবি করেছেন। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সাম্প্রতিক শেয়ারবাজার কেলেঙ্কারি: সামাজিক অর্থনৈতিক প্রতিক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির সদস্য হারিচ উদ্দিন। আলোচনায় অংশ নিয়ে সৈয়দ...
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2011
(2088)
-
▼
April
(280)
-
▼
Apr 30
(16)
- (৫৫৮) প্রকাশের সময় অর্থমন্ত্রী জানান
- (৫৫৭) ৪ মাসের মধ্যে ৭ টি
- (৫৫৬) অনেক কিছুই তো বললাম। নামটা না হয় এখন নাই বললাম
- (৫৫৫) ৮ টি দশা (Phase)
- (৫৫৪) এই নামগুলো মনে রাখতে পারেন
- শেয়ারবাজার তদন্ত কমিটির সুপারিশের পর এসইসিতে চেয়ার...
- (৫৫৩) ফৌজদারি কিছু বিষয়
- (৫৫২) চরিত্র হনন হোক vs ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাক
- (৫৫১) বাজারে এখন সব বড় বিনিয়োগকারী।
- (৫৫০) জ্ঞানভিত্তিক সঠিক সিদ্ধান্ত
- (৫৪৯) আলোচনা সভায় বক্তারা এ দাবি
- যখনি আসবেন প্লিজ কিছু লিখে যাবেন →→→→→→→
- (৫৪৭) আজ শনিবার সন্ধ্যা ৬টায়
- মোস্ট পপুলার সাইট ফর শেয়ার নিউজ
- (৫৪৬) সংবাদ সম্মেলনে করার সিদ্ধান্ত
- (৫৪৫) আগামী ১লা মে রোববার আনুষ্ঠিানিক
-
▼
Apr 30
(16)
-
▼
April
(280)