সিডিবিএলের শেয়ার কেনার ব্যাপারে সভাপতি বলেন, আমরা সিডিবিএলের ৫০ শতাংশ শেয়ার কেনার সমঝোতা (এগ্রিমেন্ট) অনুমোদন করেছি। ৬০ টাকা করে মোট ৬০ লাখ শেয়ার কেনা হবে।
প্রসঙ্গত, সিডিবিএল প্রতিষ্ঠার সময় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই প্রতিষ্ঠানে ৩ কোটি টাকা অর্থায়ন করে। শেয়ারবাজারের আধুনিকায়ন প্রক্রিয়া উত্সাহিত করার জন্য এই বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। সিডিবিএল লাভজনকভাবে পরিচালিত হলে এই বিনিয়োগ তুলে নেয়া হবে বলে তখন এডিবি জানিয়েছিল। ওই সময় সিডিবিএলে এডিবির শেয়ার সংখ্যা ছিল ৩০ লাখ। বিভিন্ন সময়ে প্রাপ্ত বোনাস শেয়ার মিলিয়ে বর্তমানে সিডিবিএলে এডিবির শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ। এর অর্ধেক অর্থাত্ সিএসই ৬০ লাখ শেয়ার কিনবে। বাকি ৬০ লাখ শেয়ার সিএসই কিনবে বলে জানা গেছে।