বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি ১০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ শিগগিরই বাজারে আসছে। পরীক্ষামূলক উত্পাদন প্রক্রিয়া শেষে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের জন্য প্রস্তুত সরকারি প্রতিষ্ঠানের তৈরি স্বল্পমূল্যের এ ল্যাপটপ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এটি।
দোয়েল নামের এ ল্যাপটপ তৈরির জন্য প্রাথমিকভাবে ১৪৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়। টেশিসের গাজীপুর কারখানায় ১০ জুলাই দোয়েলের পরীক্ষামূলক উত্পাদন শুরু হয়েছে। প্রতি মাসে ১০ হাজার ল্যাপটপ তৈরি হবে টেশিসের এ প্রকল্পে। ল্যাপটপ তৈরিতে ব্যবহূত প্রায় ৬০ শতাংশ যন্ত্রাংশ দেশেই তৈরি হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এর মধ্যে রয়েছে ল্যাপটপের মাদার বোর্ডসহ অন্যান্য যন্ত্রাংশ। উল্লেখ্য, আড়াই বছর ধরে দোয়েল বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে।
টেশিসের এ প্রকল্প বাস্তবায়নে পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ ছাড়া মালয়েশিয়ার থিম ফিল্ম ট্রান্সমিশন এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। প্রকল্প বাস্তবায়নে বেশ কয়েকজন বিদেশী বিশেষজ্ঞের সহায়তা নেয়া হচ্ছে বলে জানা গেছে। ভিন্ন ভিন্ন কনফিগারেশনের চারটি মডেলের দোয়েল বাজারজাত করছে টেশিস। প্রাথমিকভাবে এগুলোর দাম নির্ধারিত হয়েছে যথাক্রমে ১০, ১২, ২১ ও ২৫ হাজার টাকা।