শেয়ারবাজার :::: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের ধারাবাহিকতায় দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৭টি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৫১টি প্রতিষ্ঠানের দাম কমেছে। একই সঙ্গে ডিএসইর সূচক কমেছে ৫১ ও সিএসইতে ৬৬ পয়েন্ট।
এদিন লেনদেনের প্রথম আধঘণ্টায় ডিএসইর সূচক কমে ১৩ ও সিএসইর ৯ পয়েন্ট। প্রথম সোয়া একঘণ্টা শেষে ডিএসইর সূচক কমে ১৭ ও সিএসইর ৪ পয়েন্ট। দ্বিতীয় ঘণ্টা শেষে ডিএসইতে ২০১টি ও সিএসইতে ১১৫টি প্রতিষ্ঠানের দাম কমে যায়। একরকমভাবে সারাদিনই উভয় বাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম ও সূচক কমেছে।
সোমবার দিনের শুরুতে ডিএসইতে সূচক বাড়লেও সিএইতে কমে যায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয় ২৫৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ৩৪টির দাম বেড়েছে ২০৭টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বাকি ১৪টি কোম্পানির দাম।
একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৫১ পয়েন্ট কমে নেমে যায় ৬ হাজার ১৪১ পয়েন্টে।
মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, সোমবার সিএসইতে ১৭৭টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে ১৭টি কোম্পানির দাম বেড়েছে, ১৫১টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।
পাশাপাশি সিএসইর সাধারণ সূচক ৬৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১১ হাজার ১৯৩ পয়েন্টে।
মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।