(১৭৭৯) রভাবশলীদের অযাচিত চাপে

Thursday, September 08, 2011 Unknown

সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) কোনো কার্যকর আইন ও নীতিমালা নেই। যেসব নীতিমালা রয়েছে, তা প্রয়োগেও স্বচ্ছতা নেই। এসইসির আইন ও বিধিমালার ৫৯ শতাংশ মানা হচ্ছে না।
   
গ্লোবাল কমিপিটিটিভনেস রিপোর্ট ২০১১-১২ এ তথ্য বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করা হয়।

শেয়ারবাজারের কার্যক্রম মনিটরিংয়ে এসইসির দুর্বলতা রয়েছে। সেই সঙ্গে তুলনামূলকভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়ও কার্যকর কোনো আইন নেই। এতে আরো বলা হয়, দুর্বল অডিট রিপোর্ট, এসইসির অভ্যন্তরে প্রভাবশলীদের অযাচিত চাপেও এসইসি জর্জরিত।

Blog Archive