গ্লোবাল কমিপিটিটিভনেস রিপোর্ট (জিসিআর) রিপোর্টে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮ নম্বরে এসেছে। গত বছর বাংলাদেশ ছিল ১০৭ নম্বরে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডির কার্যালয়ে গ্লোবাল কমিপিটিটিভনেস রিপোর্ট ২০১১-১২ এবং বাংলাদেশ বিজনেস এনভায়রনমেন্ট স্টাডি ২০১১ প্রকাশ করা হয়।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের অধীনে এই মতামত জরিপ চালানো হয়।
এই জরিপের প্রতিবেদনের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর ও তৃতীয় স্থানে আছে সুইডেন। ভারত ৫৬ ও শ্রীলঙ্কা আছে ৫২ নম্বরে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এ মতামত জরিপকে পারভাসিভ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘কিছু কিছু সূচকে বাংলাদেশ কিছুটা এগিয়েছে। আবার কিছু সূচকে পিছিয়েছে। তবে তুলনামূলকভাবে বিবেচনা করলে আমরা পিছিয়েছি। এতে আমাদের খুব বেশি অবনতি হয়েছে তা বলা যাবে না। অন্যদেশগুলো যখন দ্রুত এগিয়ে যায় তখন বাংলাদেশ এক জায়গায় স্থির থাকলে আমাদের অবস্থান পিছিয়ে দেবে এটাই স্বাভাবিক।’