শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমী আয়োজিত আট মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ৪ অক্টোবর শুরু হবে। এ প্রশিক্ষণ কর্মসূচির শিরোনাম হচ্ছে ‘ফাউন্ডেশন কোর্স অন সিকিউরিটিজ মার্কেট অপারেশন’। আগ্রহী বিনিয়োগকারীদের জন্য প্রত্যেক সপ্তাহের রবি, মঙ্গল ও বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রশিক্ষণ ক্লাস করার সুযোগ থাকবে। ডিএসইর ওয়েবসাইটে গিয়ে ‘ডিএসই ট্রেনিং একাডেমী’ অংশে বিস্তারিত জানা যাবে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিনিয়োগকারীরা নাম রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। বিস্তারিত জানতে বিনিয়োগকারীরা
৯৫৬৪৬০১ বর্ধিত ১৫৭ অথবা ০১৭৩০৩৫৭১৪৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।