(১৪১১) যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজেটে ২০১১-১২ সালের অর্থবিলের আয়কর আইন সংশোধনের জন্য ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন

বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়

সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কামরুল আলম চৌধুরী

সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার, ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ

১৫ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আয়কর আইনের গ্রহণযোগ্যতা আনার লক্ষ্যে ১১ ধারা সংশোধন করে বিচার সদস্য হিসাব সদস্যের সমন্বয়ে ন্যায় ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন, সংসদে উপস্থাপিত ন্যাশনাল ট্যাক্স ট্রাইব্যুনাল কার্যকর করা, আপিল দাখিলকালীন ১৫৮() ধারা দাবিকৃত করের শতাংশ প্রদান বাতিলকরণ, কর অব্যাহতির সীমা লাখ টাকা এবং নিম্ন আয়ের করদাতাদের কর বোঝা লাঘবের জন্য করের হার হ্রাস করে . শতাংশ সর্বোচ্চ ৪০ শতাংশ করা, আইনজীবীদের ভ্যাট প্রত্যাহার করা, ট্যাক্স হলিডে পরবর্তী সময়ে আরও বছর বহাল রাখা, হাইকোর্টের রেফারেন্স দাখিলকালীন ১০ শতাংশ কর প্রদানের দাবি বাতিল করা

Blog Archive