শেয়ারবাজার :::: চার দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সূচক। একই সঙ্গে কমেছে লেনদেনও। তবে দিনের শুরু থেকেই সূচক বেশ কয়েকবার ওঠানামা করে।
বাজার-সংশ্লিষ্টরা বিষয়টিকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, ওঠানামা বাজারের স্বাভাবিক নিয়ম। সুতরাং বাজার যে শুধু বাড়বে বা শুধু কমবে এমনটি নয়। এ ছাড়া অনেক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে লাভ তুলে নেওয়ায় এই সংশোধন হয়েছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।
এদিকে বাজারে স্থিতিশীলতা ফেরাতে আজ বেলা একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ডিএসইর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীদের একটি অংশ। এ সময় তাঁরা অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়ার দাবি করেন।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৯.৫৮ পয়েন্ট কমে ৫৬৬৮.৬৮ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেনের ১৫ মিনিটের মাথায় সূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমে বেলা সাড়ে ১১টায় ৭ পয়েন্ট বাড়ে। তবে দুপুর ১২টার দিকে সূচক আবার কিছুটা বাড়লেও সোয়া ১২টার পর থেকে নিম্নগামী হতে থাকে সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩০টি প্রতিষ্ঠানের, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৬১ কোটি টাকার লেনদেন হয়েছে, গতকালের চেয়ে ২৬৯ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে, এনবিএল, ইউসিবিএল, এমআই সিমেন্ট, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, পিপলস লিজিং, তিতাস গ্যাস, ইস্টার্ন হাউজিং, আফতাব অটো ও বিএসআরএম স্টিল।
এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া ন্যাশনাল টি, যমুনা অয়েল, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, কোহিনুর কেমিক্যালস, ব্র্যাক সাব-অর্ডিনেটেড কনভারটিবল বন্ড, ইউসিবিএল, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, ঢাকা ইনস্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, দুলা মিয়া কটন, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন লুব্রিকেন্টস, রেনউইক যজ্ঞেশ্বর, সালভো কেমিক্যাল, আরএকে সিরামিকস, ওসিএল ও কাশেম ড্রাইসেল দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৩৮.৯২ পয়েন্ট কমে ১৫৭৮৯.২৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৪ কোটি টাকা লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৩২ কোটি টাকা কম।
বাজার-সংশ্লিষ্টরা বিষয়টিকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, ওঠানামা বাজারের স্বাভাবিক নিয়ম। সুতরাং বাজার যে শুধু বাড়বে বা শুধু কমবে এমনটি নয়। এ ছাড়া অনেক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে লাভ তুলে নেওয়ায় এই সংশোধন হয়েছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।
এদিকে বাজারে স্থিতিশীলতা ফেরাতে আজ বেলা একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ডিএসইর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীদের একটি অংশ। এ সময় তাঁরা অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়ার দাবি করেন।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৯.৫৮ পয়েন্ট কমে ৫৬৬৮.৬৮ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেনের ১৫ মিনিটের মাথায় সূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমে বেলা সাড়ে ১১টায় ৭ পয়েন্ট বাড়ে। তবে দুপুর ১২টার দিকে সূচক আবার কিছুটা বাড়লেও সোয়া ১২টার পর থেকে নিম্নগামী হতে থাকে সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩০টি প্রতিষ্ঠানের, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৬১ কোটি টাকার লেনদেন হয়েছে, গতকালের চেয়ে ২৬৯ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে, এনবিএল, ইউসিবিএল, এমআই সিমেন্ট, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, পিপলস লিজিং, তিতাস গ্যাস, ইস্টার্ন হাউজিং, আফতাব অটো ও বিএসআরএম স্টিল।
এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া ন্যাশনাল টি, যমুনা অয়েল, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, কোহিনুর কেমিক্যালস, ব্র্যাক সাব-অর্ডিনেটেড কনভারটিবল বন্ড, ইউসিবিএল, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, ঢাকা ইনস্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, দুলা মিয়া কটন, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন লুব্রিকেন্টস, রেনউইক যজ্ঞেশ্বর, সালভো কেমিক্যাল, আরএকে সিরামিকস, ওসিএল ও কাশেম ড্রাইসেল দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৩৮.৯২ পয়েন্ট কমে ১৫৭৮৯.২৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৪ কোটি টাকা লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৩২ কোটি টাকা কম।