শেয়ারবাজার :::: আইউব কাদরি বিওসি বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিওসি বাংলাদেশের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি এম সাইদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।
আইউব কাদরি ২০০৮ সাল থেকে বিওসি বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ সরকারের শিল্প, পানিসম্পদ, খাদ্য, মৎস্য ও পশুসম্পদ, কৃষি ও পল্লী উন্নয়ন প্রভৃতি মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন। এ ছাড়া তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ছিলেন।
এদিকে বিওসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি ইরফান শিহাবুল মতিন যোগ দিয়েছেন। তিনি ওয়ালিউর রহমান ভূঁইয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।
ইরফান শিহাবুল মতিন ১৯৮০ সালে বিওসি বাংলাদেশে যোগ দেন এবং ২০০৮ সালে কোম্পানির পরিচালক নিযুক্ত হন। সর্বশেষ তিনি কোম্পানির বিজনেস পরিচালক হিসেবে বিক্রয় ও বিপণন, বিতরণ ও কাস্টমার ইঞ্জিনিয়ারিং সেবা এবং প্রকল্প ও ক্রয় প্রভৃতি দায়িত্ব পালন করেন।
আইউব কাদরি ২০০৮ সাল থেকে বিওসি বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ সরকারের শিল্প, পানিসম্পদ, খাদ্য, মৎস্য ও পশুসম্পদ, কৃষি ও পল্লী উন্নয়ন প্রভৃতি মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন। এ ছাড়া তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ছিলেন।
এদিকে বিওসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি ইরফান শিহাবুল মতিন যোগ দিয়েছেন। তিনি ওয়ালিউর রহমান ভূঁইয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।
ইরফান শিহাবুল মতিন ১৯৮০ সালে বিওসি বাংলাদেশে যোগ দেন এবং ২০০৮ সালে কোম্পানির পরিচালক নিযুক্ত হন। সর্বশেষ তিনি কোম্পানির বিজনেস পরিচালক হিসেবে বিক্রয় ও বিপণন, বিতরণ ও কাস্টমার ইঞ্জিনিয়ারিং সেবা এবং প্রকল্প ও ক্রয় প্রভৃতি দায়িত্ব পালন করেন।