শেয়ারবাজার :::: আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবারও দেশের দুই পুঁজিবাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও বেশিরভাগ কোম্পানির দাম বাড়ছে। লেনদেনের প্রথম আধ ঘণ্টায় ডিএসইতে মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট ও সিএসইতে ১৪১ পয়েন্ট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার প্রথম আধ ঘণ্টায় ডিএসইতে মোট ২২০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম।
সাধারণ সূচক ৫৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৮৪৭ পয়েন্টে। মোট লেনদেন হয় ১১৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সটেক্স। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬.৬০ টাকায় লেনদেন হয়।
অন্যদিকে সিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেনের প্রথম আধঘন্টায় সিএসই’র সাধারণ সূচক ১৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২৪ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম।
মোট লেনদেন হয় ১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার প্রথম আধ ঘণ্টায় ডিএসইতে মোট ২২০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম।
সাধারণ সূচক ৫৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৮৪৭ পয়েন্টে। মোট লেনদেন হয় ১১৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সটেক্স। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬.৬০ টাকায় লেনদেন হয়।
অন্যদিকে সিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেনের প্রথম আধঘন্টায় সিএসই’র সাধারণ সূচক ১৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২৪ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দাম বেড়েছে, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম।
মোট লেনদেন হয় ১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।