:::: আদালত অবমাননা আইন-২০১১-এর খসড়া ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন ২০১১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বৈঠকে জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া-২০১১ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
সম্প্রতি ফ্রান্সের ডুঁফিন বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীকে স্বর্ণপদক ও ডিপ্লোমা সনদ দেওয়ায় বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপদান ও শক্তিশালীকরণ এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে এ পদক ও সনদ দেওয়া হয়।
অভিনন্দনের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সম্মান জনগণের প্রাপ্য। আমি জনগণের জন্য কাজ করছি।’
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া বৈঠকে জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া-২০১১ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
সম্প্রতি ফ্রান্সের ডুঁফিন বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীকে স্বর্ণপদক ও ডিপ্লোমা সনদ দেওয়ায় বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপদান ও শক্তিশালীকরণ এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে এ পদক ও সনদ দেওয়া হয়।
অভিনন্দনের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সম্মান জনগণের প্রাপ্য। আমি জনগণের জন্য কাজ করছি।’