শেয়ারবাজার ::::একাধিক কারণ বাজারের দরপতনে ভূমিকা রেখেছে বলে আবু আহামেদ মন্তব্য করেন,
১...শেয়ারবাজারে তারল্য সঙ্কট আবারও প্রকট আকার ধারণ করেছে। বাজার থেকে যে পরিমাণ টাকা বেরিয়ে গেছে তা আর প্রবেশ করেনি। ২... এ সময় বাংলাদেশ ফান্ড থেকে বিনিয়োগ হচ্ছে না বলে মনে হয়।
৩... তিনি বলেন, মার্চেন্ট ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো এবং বড় বিনিয়োগকারীরা শেয়ার কেনা থেকে বিরত রয়েছেন। তারা এখনো পর্যবেক্ষণ করছে।
৪... নতুন বিনিয়োগকারী বাজারে আসছে না।
৫...তা ছাড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বড় বিনিয়োগকারীদের মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কোনটা বিনিয়োগ আইনের আওতায় অপরাধ আর কোনটা নয়, সেটা বোঝার অপেক্ষা করছে কেউ কেউ।
৬... এ ছাড়া আসন্ন বাজেটে বাংলাদেশ ব্যাংক আমানতের ওপর সুদের হার বাড়িয়ে দেবে বলে প্রচার রয়েছে। এটা করলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা জমা রাখবে। তারাও এখন অপেক্ষা করছে।
১...শেয়ারবাজারে তারল্য সঙ্কট আবারও প্রকট আকার ধারণ করেছে। বাজার থেকে যে পরিমাণ টাকা বেরিয়ে গেছে তা আর প্রবেশ করেনি। ২... এ সময় বাংলাদেশ ফান্ড থেকে বিনিয়োগ হচ্ছে না বলে মনে হয়।
৩... তিনি বলেন, মার্চেন্ট ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো এবং বড় বিনিয়োগকারীরা শেয়ার কেনা থেকে বিরত রয়েছেন। তারা এখনো পর্যবেক্ষণ করছে।
৪... নতুন বিনিয়োগকারী বাজারে আসছে না।
৫...তা ছাড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বড় বিনিয়োগকারীদের মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কোনটা বিনিয়োগ আইনের আওতায় অপরাধ আর কোনটা নয়, সেটা বোঝার অপেক্ষা করছে কেউ কেউ।
৬... এ ছাড়া আসন্ন বাজেটে বাংলাদেশ ব্যাংক আমানতের ওপর সুদের হার বাড়িয়ে দেবে বলে প্রচার রয়েছে। এটা করলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা জমা রাখবে। তারাও এখন অপেক্ষা করছে।