(৬৫৭) সরাসরিও বিনিয়োগ করেছে শেয়ারে

Sunday, May 08, 2011 Unknown
শেয়ারবাজার ::: বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুরকমের বিনিয়োগ রয়েছে প্রথমত, আর্থিক প্রতিষ্ঠানগুলোর মার্চেন্ট ব্যাংক কিংবা ব্রোকারেজ হাউসগুলো তাদের গ্রাহকদের ঋণ দিয়েছে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য দ্বিতীয়ত, তারা সরাসরিও বিনিয়োগ করেছে শেয়ারে এখন পুঁজিবাজারে ধসের কারণে যদি গ্রাহকরা লোকসান দিয়ে থাকে, তাহলে তারা শেয়ারও ছাড়বে না আবার আর্থিক প্রতিষ্ঠানের ঋণও সমন্বয় হবে না অপরদিকে দরপতনের ফলে পুঁজিবাজারে লিজিং কম্পানিগুলোর প্রত্যক্ষ বিনিয়োগও ঝুঁকিতে পড়েছে এই সমস্যা থেকে বের হওয়া অনেক প্রতিষ্ঠানের জন্যই জটিল হবে নিজস্ব পোর্টফোলিওতে বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে_এমন তিন-চারটি প্রতিষ্ঠানের জন্য সমস্যা আরো প্রকট প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে
তবে সমস্যাটি কেবল তিন-চারটি প্রতিষ্ঠানের মধ্যেই সীমিত থাকবে বলে মনে করেন না মফিজউদ্দীন তাঁর মতে, ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে হয় এসব প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক খাতের বাইরে ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের কোনো একটি যদি ঋণ ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে সব লিজিং কম্পানিই কমবেশি ঝুঁকির মধ্যে পড়বে কারণ তখন তাদের ওপর গ্রাহকদের আস্থা কমে যাবে আর গ্রাহকরা তাদের মেয়াদি আমানত তুলে নেবে ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়বে তবে বেশির ভাগ লিজিং কম্পানিরই পুঁজিবাজারে বিনিয়োগ সম-মূলধনের (ইক্যুইটি) ৫০ শতাংশের মধ্যেই আছে বলে দাবি করেন লঙ্কাবাংলা ফিন্যান্সের প্রধান বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকি থেকে বের করে আনতে বেশ ভালো কিছু উদ্যোগ নিয়েছে বলেও মনে করেন তিনি এনবিএফআইয়ের পুঁজিবাজারে বিনিয়োগ আইনি সীমা ২৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে তবে আইনে আরো বলা আছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে তারা ৫০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে সে অনুযায়ী ৫০ শতাংশ পর্যন্ত বিনিয়োগের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে অনেক প্রতিষ্ঠান বিষয়ে অবশ্য এখনো অনুমোদন পাওয়া যায়নি তবে পুঁজিবাজারে বিনিয়োগ ২৫ শতাংশে নামিয়ে আনার জন্যও বাংলাদেশ ব্যাংক কোনো চাপ দিচ্ছে না বলে জানান তিনি বিষয়টি কেস-টু-কেস ভিত্তিতে বিবেচনা করা এবং এক বা দেড় বছর সময় দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি অনুরোধ জানান তিনি বলেন, 'বাজারের এই অবস্থায় আমরা শেয়ার বিক্রিও করতে পারছি না কারণ প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করতে শুরু করলে বাজারের আরো পতন হবে,তাই বাজার বাচাতে সেল দিচ্ছিনা'


DSE forms probe committeeDhaka Stock Exchange has formed a five-member committee comprising non-elected directors to investigate the allegations raised against the bourse in a probe report on the recent stockmarket debacle.
"As per the observations of the probe report, the committee will make some recommendations to the DSE," said a Dhaka bourse official, who was present in the meeting on Thursday.
"We will make a work plan as per the recommendations of the probe committee," he added.
The five members are Sheikh Kabir Hossain, chairman of Bangladesh Insurance Association, Abdul Hashem, professor of accounting and information systems of Dhaka University, Abdul Hafiz Choudhury, former president of Metropolitan Chamber of Commerce and Industry, AKM Rafiqul Islam, former chairman of Bangladesh Insurance Association, SM Matiur Rahman, commander, 46 independent infinity bridge of Dhaka Cantonment.
The committee will be led by Sheikh Kabir Hossain.
The DSE also formed some functional committees such as purchase committee, ICT committee, constriction and building committee, discipline committee, and selection committee.

Blog Archive