শেয়ারবাজার :::: পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত থাকার প্রতিবাদে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি চলছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, অবস্থান ধর্মঘটে আসার পথে পুলিশ আমির হোসেন নামের এক বিনিয়োগকারীকে আটক করেছে। এ ঘটনায় মতিঝিল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকালের ব্যাপক দরপতনের পর আজ সোমবারও পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম আধ ঘণ্টা শেষে বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ মূল্যসূচক ১৫০ পয়েন্ট কমে ৫,৪৬১ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। মোট লেনদেন হয়েছে ৭১ কোটি টাকার।
আজ ডিএসইতে সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১৬ মিনিটের দিকে সূচক ১১৭ পয়েন্ট কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সূচক আরও কমতে থাকে। সূচক কমার এ ধারা এখনো অব্যাহত রয়েছে।
এ সময়ে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সটেক্স, তিতাস গ্যাস, আফতাব অটো, অলিম্পিক, ইউসিবিএল ও বিএসআরএম স্টিল।
আজ সিএসইতে বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ মূল্যসূচক ১৮৭ পয়েন্ট কমে ৯,৯২৭ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ১৪৩টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে আটটির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। মোট লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার।
জানা গেছে, অবস্থান ধর্মঘটে আসার পথে পুলিশ আমির হোসেন নামের এক বিনিয়োগকারীকে আটক করেছে। এ ঘটনায় মতিঝিল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকালের ব্যাপক দরপতনের পর আজ সোমবারও পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম আধ ঘণ্টা শেষে বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ মূল্যসূচক ১৫০ পয়েন্ট কমে ৫,৪৬১ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। মোট লেনদেন হয়েছে ৭১ কোটি টাকার।
আজ ডিএসইতে সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১৬ মিনিটের দিকে সূচক ১১৭ পয়েন্ট কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সূচক আরও কমতে থাকে। সূচক কমার এ ধারা এখনো অব্যাহত রয়েছে।
এ সময়ে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সটেক্স, তিতাস গ্যাস, আফতাব অটো, অলিম্পিক, ইউসিবিএল ও বিএসআরএম স্টিল।
আজ সিএসইতে বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ মূল্যসূচক ১৮৭ পয়েন্ট কমে ৯,৯২৭ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ১৪৩টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে আটটির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের দাম। মোট লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার।