(৪৬৯) মামলা ঠোকার প্রস্তুতি নিচ্ছেন

Sunday, April 24, 2011 Unknown
পুঁজিবাজার কারসাজির তদন্ত রিপোর্টে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আদলতমুখি হচ্ছেন। অভিযোগের দায় থেকে মুক্তি পেতে আদালতে মামলা ঠোকার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাই আইনজীবীদের সঙ্গে প্রয়োজনীয় শলা-পরামর্শ সেরে নিচ্ছেন। এরই মধ্যে মামলা ঠোকাও শুরু হয়ে গেছে।

তদন্ত কমিটির বিরুদ্ধে রোববার দুপুরে প্রথম মামলাটি ঠুকেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে আইন কর্মকর্তা আব্দুছ সেলিম মিয়ার ঠোকা ওই মামলায় তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহীম খালেদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে আরো চার থেকে পাঁচ জন্য অভিযুক্ত তদন্ত কমিটির বিরুদ্ধে মানহানির মামলা ঠোকার প্রস্তুতি সেরে রেখেছেন। এছাড়া মামলার জন্য তথ্য সংগ্রহ করছে আরো দুই প্রতিষ্ঠান।

বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পৃথকভাবে বেশ কিছু মামলা করতে যাচ্ছে। এছাড়া খোন্দকার ইব্রাহিম খালেদ বিভিন্ন সময় মিডিয়াতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জড়িয়ে কথা বলেছেন তাদের পক্ষ থেকেও পৃথক পৃথক মামলার চিন্তা চলছে।



=========================

 Bangladesh Thai Aluminium Limited (BD Thai) management Sunday served a legal notice to the probe committee on share-market scam claiming Tk 100 crore as damages for publishing “false and defamatory” statement about the company.

The legal notice was given to Khandaker Ibrahim Khaled, the chief of the probe body, and its members Md Abdul Bari, Chairman of Chartered Accounts of Bangladesh, Toufiq Ahmed Chowdhury, Director of Bangladesh Institute of Bank Management, and Nehat Kabir, lawyer of the Securities and Exchange Commission.

Advocate AQM Sohel Rana sent the notice on behalf of the BD Thai company.

In the notice it was stated that the probe body has to “apologize to BD Thai with the payment of the damages within 15 days for publishing false report about BD Thai. Otherwise, legal action will be taken against them”.

The probe report was submitted to Finance Minister AMA Muhith on April 7, with the names of persons and firms allegedly involved manipulating the stock market that caused recurrent crash of the bourses after bubbling up incredibly.

In the report the probe panel stated, “We got evidence of siphoning off Tk 15 crore by Bangladesh Thai Aluminium.”


Blog Archive