পুঁজিবাজার অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ওপর সংশ্লিষ্ট সংস্থাগুলো মতামত দিচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সে সব পর্যালোচনার পরই সরকার এ বিষয়ে বক্তব্য দেবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মুহিত জানান, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনের বিষয়ে তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছে। গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে জমা দেওয়া তদন্ত কমিটির ৩০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনের জবাবে গত সপ্তাহে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের বরাবরে আট পৃষ্ঠার এই চিঠি পাঠায় এসইসি। এতে বলা হয়েছে, পুঁজিবাজারের 'সাধারণ কর্মপদ্ধতি' সম্পর্কে 'স্পষ্ট ধারণা' না থাকায় কেবল সাধারণ ধারণার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে তদন্ত কমিটি।
"কোনোরূপ প্রমাণ ছাড়া এসইসির মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠানকে সিন্ডিকেশনের সাথে যুক্ত করার চেষ্টা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই না।" কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন চার সদস্যের ওই তদন্ত কমিটির প্রতিবেদনে এসইসির শীর্ষ পর্যায়ে রদবদলসহ প্রতিষ্ঠানটির পুনর্গঠনের সুপারিশ করা হয়। এসইসির চিঠির বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।" তিনি বলেন, "আমরা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। সেটা দেখে আমাদের মতামত জানাবো।" তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর অর্থমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে আংশিক সম্পাদনা করে ১০ থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনটি প্রকাশ করা হবে। প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "তা আমি বলতে পারবো না।"
The finance minister has said the lack of foreign investment is creating unsteadiness in the banks in the country.
"The amount of foreign investment in the country is very little. It should be raised," A M A Muhith told a seminar on Saturday.
"Private enterprisers are investing in power and communication sectors to a large extent. But they are collecting money from internal sources. Those who will complete the construction work of elevated-express way also think of collecting money from the banks of the country," he added.
It was said in the seminar that the total investment in the country during the Sixth Five-year Plan (2011-'15) was estimates at Tk 13.3 trillion, whose 92.8 percent would come from internal sources.
The seminar, titled 'Macro-Economics Performance: Vision, Realities, Strategies, Constrains and Future Prospect', was organised by the Palli Karma-Sahayak Foundation (PKSF).
"At least 50 percent of the investment in the private power sector should be from foreign sources," Muhith said.
Earlier, in his meeting with editors at the Secretariat, he said, "We need huge foreign investment as it is only 1.4 percent of the country gross domestic production. It should be three percent."
PKSF chairman Qazi Kholiquzzaman Ahmad said, "Present inflation is 12 percent, which needs to be cooled down for poor peoples' sake."
He suggested co-ordination of country's growth and inflation.
"কোনোরূপ প্রমাণ ছাড়া এসইসির মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠানকে সিন্ডিকেশনের সাথে যুক্ত করার চেষ্টা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই না।" কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন চার সদস্যের ওই তদন্ত কমিটির প্রতিবেদনে এসইসির শীর্ষ পর্যায়ে রদবদলসহ প্রতিষ্ঠানটির পুনর্গঠনের সুপারিশ করা হয়। এসইসির চিঠির বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।" তিনি বলেন, "আমরা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। সেটা দেখে আমাদের মতামত জানাবো।" তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর অর্থমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে আংশিক সম্পাদনা করে ১০ থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনটি প্রকাশ করা হবে। প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "তা আমি বলতে পারবো না।"
The finance minister has said the lack of foreign investment is creating unsteadiness in the banks in the country.
"The amount of foreign investment in the country is very little. It should be raised," A M A Muhith told a seminar on Saturday.
"Private enterprisers are investing in power and communication sectors to a large extent. But they are collecting money from internal sources. Those who will complete the construction work of elevated-express way also think of collecting money from the banks of the country," he added.
It was said in the seminar that the total investment in the country during the Sixth Five-year Plan (2011-'15) was estimates at Tk 13.3 trillion, whose 92.8 percent would come from internal sources.
The seminar, titled 'Macro-Economics Performance: Vision, Realities, Strategies, Constrains and Future Prospect', was organised by the Palli Karma-Sahayak Foundation (PKSF).
"At least 50 percent of the investment in the private power sector should be from foreign sources," Muhith said.
Earlier, in his meeting with editors at the Secretariat, he said, "We need huge foreign investment as it is only 1.4 percent of the country gross domestic production. It should be three percent."
PKSF chairman Qazi Kholiquzzaman Ahmad said, "Present inflation is 12 percent, which needs to be cooled down for poor peoples' sake."
He suggested co-ordination of country's growth and inflation.