(৪৪১) আগামী সপ্তাহের যেকোনো দিন

Wednesday, April 20, 2011 Unknown
শেয়ারবাজার কেলেংকারির তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ বুধবার প্রকাশ করছে না সরকার বিকেলে অর্থমন্ত্রী আবুল মা’ল আব্দুল মুহিত সংবাদ সম্মেলন করে ওই রিপোর্ট সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারেন মর্মে এর আগে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল কিন্তু বুধবার দুপুরে অর্থমন্ত্রী তার কার্যালয়ে  বলেন, ‘প্রাক বাজেট আলোচনার কারণে শেয়াবাজার কেলেংকারি প্রতিবেদনের সারসংক্ষেপ বুধবার প্রকাশ করা হচ্ছে না আগামী সপ্তাহের যেকোনো দিন ওই সারসংক্ষেপ প্রকাশ করা হবে।‘ তিনি বলেনহঠাৎ করে প্রাক বাজেট আলোচনা করা হচ্ছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছেএদিকে বুধবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে প্রাক বাজেট আলোচনা শুরু হয়েছে অর্থমন্ত্রী অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে প্রাক বাজেট নিয়ে আলোচনা করা করছেন বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে মঙ্গলবার বলেছিলেন বুধবার সংবাদ সম্মেলনে তদন্ত রিপোর্ট সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে এজন্য তদন্ত প্রতিবেদনের সার সংক্ষেপ এরই মধ্যে তৈরি করা হয়েছে
সারসংক্ষেপে অভিযুক্তদের নামসহ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি তিনি বলেন, ‘তবে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার বিষয়ে কিছু বলা হবে না অভিযোগ প্রমাণের জন্য আরও গভীর তদন্তের কথা বলা হবে।’
একইদিন সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মা’ল আবদুল মুহিতও টেলিফোনে বুধবার তদন্ত রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বুধবার আসুক তো তারপর দেখা যাবে।’
 
NOTICE
Four listed companies of Dhaka Stoke Exchange (DSE) declared their dividends for the past year 2010, a DSE source disclosed the decision on Wednesday morning.

The companies paying dividends to the investors in their shares are Heidelberg Cement, Dhaka Insurance, Square Textiles and ACI Formulation.

Heidelberg Cement has declared 43 percent cash dividends for their shareholders and declared May 5 as its record date.

Dhaka Insurance declared 100 percent stoke dividends and set its record date as May 2.

ACI Formulations declared the payment of 30 percent cash dividends, setting May 4 as its record date.

Meanwhile, Square Textiles declared 16 percent cash and 20 percent stoke dividends.

The AGM of the company will be held at its Kashempur factory on June 16. The record date in this connection is May 10

Blog Archive