(৪৩৫) প্রাইম ব্যাংক

Wednesday, April 20, 2011 Unknown
business opportunity
চলতি ২০১১ সালে ৮৫০ কোটি টাকা পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাইম ব্যাংক ব্যাংকটি ২০১০ সালে ৩০০ কোটি টাকা নিট মুনাফা করতে সক্ষম হয়েছিল গতকাল প্রাইম ব্যাংকের ১৬ বছর পূর্তি উপলক্ষে পূর্বানী হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক কথা জানান
সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, ইজবাহুল বারী চৌধুরী, মো. গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন
এহসানুল হক বলেন, প্রাইম ব্যাংক রেমিট্যান্স বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতি মজবুত করতে এমএমই খাতে ঋণপ্রবাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে প্রাইম ব্যাংক এসএমএস ইন্টারনেট ব্যাংকিং ধারাকে আরো বিস্তৃত করবে প্রাইম ব্যাংকের এটিএম বুথের সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১০০টিতে উন্নীত করা হবে সেই সঙ্গে ব্যাংকটি দেশে আরো ২৩টি শাখা খোলার পরিকল্পনা নিয়েছে ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, ২০১০ সালের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রাইম ব্যাংকের আমানত গত বছরের চেয়ে ১৬ শতাংশ বেড়ে ১২ হাজার ৪৫২ কোটি টাকা, ঋণ ২৫ শতাংশ বেড়ে ১১ হাজার ১১৭ কোটি টাকা, বৈদেশিক বিনিময় ব্যবসা ৪২ শতাংশ বেড়ে ২৮ হাজার ৩০৮ কোটি টাকায় উন্নীত হয়েছে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার বেড়েছে ১১.৬৯ শতাংশ ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ .২৩ শতাংশ এবং রিটার্ন অন এসেট (আরওএ) হার .১৬ শতাংশ 

GP 
The shareholders of Grameenphone approved the final cash dividend at 85 percent of the paid-up capital for the year ended on December 31, 2010, as recommended by the Board of Directors.

The approval was given from the 14th Annual General Meeting (AGM) of Grameenphone Ltd that concluded successfully at the Bangabandhu International Convention Center (BICC) on Tuesday amidst huge participation from the shareholders.

Grameenphone Board Chairman Sigve Brekke and CEO Tore Johnsen along with other Board members, and senior officials of the company, were present on the occasion. Hossain Sadat, company secretary conducted the AGM.

GP Chairman thanked the shareholders for their trust on the company, while the CEO highlighted the operational performance of the company in their respective speeches.

The other activities of the AGM were adoption of the directors’ report and the audited financial report for 2009, election/re-election of the directors and appointment of auditors.

There was a special business agenda on the amendment of the articles of the company, which was also approved by the shareholders.

It was the second AGM of the company after enlistment with the bourses in 2009

Blog Archive