মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়বে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নবায়নের নীতিমালা চূড়ান্ত হলে লাইসেন্স নবায়নের সময়সীমা এক থেকে দুই মাস বাড়ানোর পরিকল্পনা আছে।
আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মোবাইল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ‘লাইসেন্স নবায়ন নীতিমালা’ নিয়ে বৈঠকের পর মন্ত্রী প্রথম আলোকে এ কথা বলেন।
টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোসের সভাপতিত্বে বৈঠকে লাইসেন্স নবায়ন নীতিমালা চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়।
প্রস্তাবিত খসড়া নবায়ন নীতিমালা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিটিআরসির তৈরি করা নীতিমালা আবারও যাচাই-বাছাই করা হচ্ছে। এ নিয়ে অপারেটরদের সঙ্গেও আলোচনা চলছে।’
খসড়া নীতিমালা অনুযায়ী লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের জন্য চার অপারেটরকে প্রথম ধাপে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। তবে অর্থমন্ত্রীর নির্দেশনায় লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের ফিয়ের বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও মন্ত্রী জানান।
বৈঠকে উপস্থিত গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন প্রথম আলোকে বলেন, স্বয়ংসম্পূর্ণ ও ব্যবসাবান্ধব লাইসেন্স নবায়ন নীতিমালা তৈরি করতে তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
বাংলালিংকের প্রধান রেগুলেটরি কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, মে মাসের মধ্যেই নবায়নের যাবতীয় কাজ শেষ হবে বলে সরকার আশা করছে।
রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, টেলিযোগাযোগ খাতে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে আন্তর্জাতিক বাজারে প্রচলিত নিয়মকানুনের ভিত্তিতেই লাইসেন্স নবায়ন ফি হওয়া উচিত।
বৈঠকে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, এয়ারটেলের প্রধান রেগুলেটরি কর্মকর্তা আশরাফুল এইচ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মোবাইল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ‘লাইসেন্স নবায়ন নীতিমালা’ নিয়ে বৈঠকের পর মন্ত্রী প্রথম আলোকে এ কথা বলেন।
টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোসের সভাপতিত্বে বৈঠকে লাইসেন্স নবায়ন নীতিমালা চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়।
প্রস্তাবিত খসড়া নবায়ন নীতিমালা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিটিআরসির তৈরি করা নীতিমালা আবারও যাচাই-বাছাই করা হচ্ছে। এ নিয়ে অপারেটরদের সঙ্গেও আলোচনা চলছে।’
খসড়া নীতিমালা অনুযায়ী লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের জন্য চার অপারেটরকে প্রথম ধাপে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। তবে অর্থমন্ত্রীর নির্দেশনায় লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের ফিয়ের বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও মন্ত্রী জানান।
বৈঠকে উপস্থিত গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন প্রথম আলোকে বলেন, স্বয়ংসম্পূর্ণ ও ব্যবসাবান্ধব লাইসেন্স নবায়ন নীতিমালা তৈরি করতে তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
বাংলালিংকের প্রধান রেগুলেটরি কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, মে মাসের মধ্যেই নবায়নের যাবতীয় কাজ শেষ হবে বলে সরকার আশা করছে।
রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, টেলিযোগাযোগ খাতে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে আন্তর্জাতিক বাজারে প্রচলিত নিয়মকানুনের ভিত্তিতেই লাইসেন্স নবায়ন ফি হওয়া উচিত।
বৈঠকে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, এয়ারটেলের প্রধান রেগুলেটরি কর্মকর্তা আশরাফুল এইচ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।