আগামী সাত দিনের মধ্যে শেয়ারবাজারের কারসাজি তদন্তে গঠিত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে সরকারকে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ জনস্বার্থে এ নোটিশটি পাঠান।
শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের অবিলম্বে মামলা দায়ের ও গ্রেপ্তার, তাদের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ করতে অনুরোধ করা হয়েছে ওই নোটিশে।
নোটিশে বেআইনিভাবে শেয়ারবাজার থেকে লুটে নেওয়া অর্থ ফেরত আদায় করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছে।
মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যলয়ের/সচিবালয়ের সচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত বিভাগের সচিব, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ, পুলিশ কমিশনার ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কে অ্যাডভোকেট মনজিল মোরসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারের কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিভিন্নভাবে প্রভাবশালী হওয়ায় এবং অর্জিত অথের জোরে দুর্নীতির মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে আশংকা রয়েছে। লাখ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনস্বার্থে নোটিশ প্রেরণ করা হয়েছে।
Dhaka Stock Exchange (DSE) finally cancelled the much-talked-about enlistment of Mobil Jamuna Lubricant (MJL) firm as the stock-regulator-given timeline for its listing is running out by April 13.
As per IPO (Initial Public Offering) rule, the company would have to return the IPO money to share investors in next 15 days, said DSE sources.
According to DSE, MJL intended to offer 30 percent bonus against 100 shares. "But the offer was not approved as it would not help stock holders earn profit," said one source.
So, the company is not being allowed to go for enlistment for the sake of investors, and there is no scope for extending the time further in this connection.
As a company has to enlist with the SEC within 75 days of the IPO application as per rule, Mobil Jumuna was also supposed to enter into the stock market by March 22.
On March 27, the Securities and Exchange Commission (SEC) extended timeline by two weeks for the listing of the joint-venture company with the stock market as it found difficulties in getting the company enlisted in line with the Dhaka Stock Exchange (DSE) regulations.
In a meeting on March 24, the DSE disagreed to enlist MJL as the assurance of buyback by the company does not match with the DSE guidelines.
Earlier, the SEC had approved the listing of MJL as it pledged to compensate the investors in case of fall in the company’s share prices below the offered price within next six months from listing.
MJL floated 40 million ordinary shares against a face value of Tk 10 each, at an offer price of Tk 152.40, including a premium of Tk 142. MJL was the second company to discover its price using the controversial book-building method that the SEC has later suspended.