শেয়ারবাজারে আবার কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাজারের স্থিতিশীলতার জন্য গঠিত ‘বাংলাদেশ ফান্ড’-এ বিনিয়োগ করলে টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। সরকারকে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে।
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়টিসহ বাজারের স্বার্থে আরও কিছু প্রণোদনা চেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেগুলো যাচাই-বাছাই করে ইতিমধ্যে একটি সারসংক্ষেপ দাঁড় করিয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রণোদনাগুলোর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও আইসিবি জড়িত। তাই এদের সঙ্গে একটি বৈঠকে বসবে অর্থ মন্ত্রণালয়। ওই বৈঠকে বিষয়গুলো চূড়ান্ত করা হবে। গতকাল বুধবার পাঁচ দিনের সফরে ফ্রান্সে গেছেন অর্থমন্ত্রী। তিনি দেশে ফেরার পরই বৈঠকটি ডাকা হবে।
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়টিসহ বাজারের স্বার্থে আরও কিছু প্রণোদনা চেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেগুলো যাচাই-বাছাই করে ইতিমধ্যে একটি সারসংক্ষেপ দাঁড় করিয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রণোদনাগুলোর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও আইসিবি জড়িত। তাই এদের সঙ্গে একটি বৈঠকে বসবে অর্থ মন্ত্রণালয়। ওই বৈঠকে বিষয়গুলো চূড়ান্ত করা হবে। গতকাল বুধবার পাঁচ দিনের সফরে ফ্রান্সে গেছেন অর্থমন্ত্রী। তিনি দেশে ফেরার পরই বৈঠকটি ডাকা হবে।