(২৩৬) নিষ্ক্রিয় করে রাখার সিদ্ধান্ত

Wednesday, February 09, 2011 Unknown
অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পঙ্কজ রায়ের দায়িত্ব পালন থেকে নিষ্ক্রিয় করে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)
আজ মঙ্গলবার কমিশনের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে পঙ্কজ রায় কাল থেকে যাবতীয় দাপ্তরিক কাজ করতে পারবেন এর আগে গতকাল সোমবার অস্বাভাবিকভাবে শেয়ার বিক্রির কারণে পাঁচ ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে লেনদেনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়
ব্যাপারে এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
এসইসি সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ডিএসইতে লেনদেনের পাঁচ মিনিটের মধ্যে সাধারণ সূচক প্রায় ৬০০ পয়েন্ট পতন হয় এতে সূচক সার্কিট ব্রেকারে পৌঁছানোয় ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায় ওই দিনই এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্ভিল্যান্স বিভাগে গিয়ে মোট ছয়টি ব্রোকারেজ হাউসে অস্বাভাবিক শেয়ার বিক্রির তথ্য পায় এর পরিপ্রেক্ষিতে কমিশন ছয়টি হাউসের লেনদেন এক মাসের জন্য স্থগিত করে একই সঙ্গে ওই ছয়টি হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এক মাস নিষ্ক্রিয় রাখার সিদ্ধান্ত হয় তবে অন্য পাঁচজন সিইওর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পরে ঘটনা তদন্তে ছয়টি পৃথক তদন্ত কমিটি গঠন হয় কমিটিগুলো তদন্ত শেষে তকাল সোমবার তাদের প্রতিবেদন পেশ করে

Blog Archive