(২৪০) (ডিএসই) কর্তৃপক্ষের বক্তব্য

Wednesday, February 09, 2011 Unknown
পুঁজিবাজারের অস্থিরতার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের বক্তব্য শুনেছে ঘটনায় গঠিত তদন্ত কমিটি
ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় কৃষি ব্যাংক কার্যালয়ে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য তুলে ধরেন

বৈঠক শেষে ডিএসই সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, "শেয়ারের দাম কীভাবে বাড়ে বা কমে; একটি কোম্পানির শেয়ার কীভাবে অতিমূল্যায়িত অবস্থায় বাজারে আসে এবং কীভাবে দাম কমতে কমতে একটি কোম্পানির ওটিসি মার্কেটে চলে যায়- সে বিষয়গুলো আমরা তদন্ত কমিটিকে ব্যাখ্যা করেছি
"
ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত কমিটির এটাই প্রথম বৈঠক

তদন্ত কমিটির প্রধান কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ বলেন, "পুঁজিবাজারে কি ঘটেছিল এবং ধরনের পরিস্থিতি কীভাবে রোধ করা যায়- সে বিষয়ে আমরা তাদের (ডিএসইর পরিচালনা পর্ষদ ) বক্তব্য শুনেছি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা স্বাধীন ছিলেন
"
শাকিল রিজভী বলেন, "¤প্রতি পুঁজিবাজারে যে ঘটনাাগুলো ঘটেছে এবং কীভাবে ধরনের ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি
"
তদন্ত কমিটি ডিএসইর সঙ্গে আবারো বৈঠক করবে কি না জানতে চাইলে তিনি বলেন, "কমিটি বলেছে, আলাদাভাবে আমাদের কারো কিছু বলার থাকলে সেগুলো কমিটিকে জানানো যাবে
"
তদন্ত কমিটি পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যদের সঙ্গেও পর্যায়ক্রমে বসবে বলে সাংবাদিকদের জানানো হয়

অন্যদের মধ্যে তদন্ত কমিটির সদস্য . তৌফিক আহমেদ চৌধুরী, ডিএসইর সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা সতিপতি মৈত্র এবং সাবেক সভাপতি রকিবুর রহমান বৈঠকে অংশ নেন

তদন্ত কমিটির অপর সদস্য মো. আব্দুল বারী বৈঠকে উপস্থিত ছিলেন না
পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ কারসাজির অভিযোগ মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে সরকার ২৫ জানুয়ারি তদন্ত কমিটি গঠন করে
কমিটিকে পুঁজিবাজারের সমস্যা অনিয়মগুলো খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়


 
Finance Minister AMA Muhith on Tuesday expressed his optimism that the stock market would return to a stable situation within the current week though it was experiencing continuous fall from the beginning of the week.

"It is not fair that everyone behaves well when the market is bullish, but they turn ugly when the market is bearish," Finance Minister said talking to the reporters at his office after a meeting with the delegation of Bangladesh Tea Association.

Association chairman M Safwan Chowdhury led the nine-member delegation of the Bangladesh Tea Association.

Muhith also urged the investors to refrain from panic selling and added that there is a need for more time to implement the decisions and it is not wise to change decisions every now and then.

He said that the institutional investors as well as the merchant banks are still active in the market; "may be they are going for small buying."

The finance minister also noticed that share prices of many companies were going down, but the companies were not buying back their shares.

He also said that the decision to increase Cash Reserve Ratio (CRR) did not have any negative influence on the market.

Bangladesh Bank raised the CRR on December 1 from 5 to 5.5 per cent.

Muhith also said in his next sitting on Thursday with the State Owned Enterprises (SOEs) he will give them a certain timeframe for offloading shares. "If they fail to do that job they should go," he asserted.

Regarding book building method, he said, he has already directed to make reforms in the book building method , "It is good method but we did not apply it in a proper way", minister added .

In replying a question, Muhith said everything is going on according to his earlier decision regarding the stock market.

About the allegation against five brokerage houses, he said that those houses were allowed to resume their operation considering the interest of general investors. "Investigation will continue against those houses and they will not be spared if found guilty," the minister added.

He cited some positive signs in the capital market as GrameenPhone and National Bank Limited have declared dividends, which may have some positive influence.

Regarding the meeting with the Tea Association leaders, he said the Association has demanded to reduce the bank interest rate and cut the land development tax.

They also demanded extension of the timeframe for lease of land, renovate the Tea Board Office and make reforms in the Tea Institute in Srimongol.

Blog Archive