(২৪২) এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে

Wednesday, February 09, 2011 Unknown
USB slot
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক আজ বুধবার ১৪৯ পয়েন্ট কমে গেছে এরপর বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেছেন
বেলা তিনটার দিকে বিনিয়োগকারীরা মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত ডিএসইর সামনে সড়ক অবরোধ করে মিছিল আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন

এখন ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং বিনিয়োগকারীরা ডিএসই এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ডিএসইর সামনে মতিঝিল এলাকায় বেশ কিছু পুলিশ মোতায়েন রয়েছে তবে কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি
আজ ডিএসতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ১৪৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে ছয় হাজার ৬৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৭৩ কোটি টাকা
গতকাল ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৪২৮ পয়েন্ট বা ছয় দশমিক ৬৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৮২২ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়ায় গতকাল ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয় এর মধ্যে দাম বাড়ে ২৪৩টির এবং কমে ১১টির মোট লেনদেন হয়েছে ৭৮৭ কোটি টাকার

Hundreds of angry investors took to the streets in the capital's Motijheel area protesting a slump in share prices after an initial gain in the morning trades on Wednesday.
The agitating retail investors brought out processions at 3:00pm, the closing hour of trading, blocking the roads between Shapla Chattar to Ittefaq crossing that also stopped vehicular movements in the area.
This is the fourth day in a row the retail investors are demonstrating and engaging in street violence.
Earlier in the morning, prices of shares saw an increase after an initial hiccup during trading at Dhaka Stock Exchange (DSE).
The investors on Tuesday protested the slump in share prices and clashed with the law enforcers in Motijheel area.
However, the prices went up after finance minister AMA Muhith said the market will be stable by the end of the week.




Blog Archive