১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল-কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে-Politics-Election-Hartal-Stricks

Saturday, December 14, 2013 Other
আগামী ১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল বা অবরোধের ঘোষণা দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটি আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে তিন দিনের জন্য টানা কর্মসূচি স্থগিত রেখেছে ১৮ দল।  দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। তৃতীয় দফার কর্মসূচি গতকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হয়।  বিএনপির দপ্তর সূত্র জানায়, ১৫ ডিসেম্বর জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হবে না। এর আগে নির্বাচনী তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়ে পুলিশের কাছে আবেদন করে ১৮ দলীয় জোট। এরইমধ্যে সরকারের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছে বিএনপি।  বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা আলোচনার মাধ্যমেই সমাধান চাই। কিন্তু যে আলোচনা চলছে তাতে ইতিবাচক কোনো ফল আসবে বলে আমরা তেমন আশাবাদী হতে পারছি না। তবে নাটকীয় কিছু ঘটলে ঘটতেও পারে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি

Blog Archive