ভালুক কানে কানে বলেছিল, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এমন বন্ধু কি সবার মেলে? হয়ইবা ক’জন? তাই দেখে নিন, আপনি বিপদের বন্ধু কিনা?
বন্ধুস্থানীয় কয়েকজন আপনার বেস্ট বন্ধুকে নিয়ে কথা বলছে
ক. তাল মেলাবেন
খ. কিছু বলবেন না
গ. তাদের ঈর্ষাকাতর বলে গাল দেবেন এবং স্থানটি ছেড়ে আসবেন
একটি প্রকাশনার সম্পাদক হতে চাইছেন। কিন্তু এজন্য আপনার সেরা বন্ধুটি নির্বাচিত হয়েছে। আপনি...
ক. তাকে অভিনন্দন জানাবেন এবং সুখবোধ করবেন
খ. আচ্ছা ঠিক আছে, বলে উঠবেন
গ. কষ্ট পাবেন এবং অন্তর্ঘাতে লিপ্ত হবেন
নতুন পোষা প্রাণীর নাম ‘বাঘা’ রেখেছেন। পরে দেখলেন, আপনার বন্ধুও তার পোষা প্রাণীর নাম ‘বাঘা’ রেখেছে...
ক. আপনাকে নকল করার জন্য চেঁচামেচি করবেন
খ. বন্ধুর প্রাণীটিকে ‘বাঘা’ নামেই ডাকবেন
গ. নিজের পোষা প্রাণীর নাম বদলে ফেলবেন
কয়েক দিন ধরে ফ্লুতে আক্রান্ত। বন্ধু কোনো খোঁজখবর নেয়নি। কয়েক দিন পর সেও অসুস্থ হয়ে পড়ল। আপনি...
ক. তাকে দেখতে যাবেন। তার জন্য দোয়া করবেন
খ. আপনিও খোঁজখবর নেবেন না
গ. কল করবেন
আপনি ও রুতব শপিংয়ে বের হচ্ছেন। এমন সময় হিমন সিনেমা দেখার দাওয়াত দিল। আপনি সিনেমা দেখতে পছন্দ করেন। সুতরাং...
ক. রুতবকে অনুরোধ করবেন, আগামীকাল শপিংয়ে যেতে
খ. হিমনকে ধন্যবাদ জানিয়ে বলবেন, আপনি আগে থেকে শপিংয়ের প্ল্যান করে রেখেছেন
গ. হিমনকে বলবেন, ‘ওকে! ১০ মিনিটের মধ্যে রেডি হচ্ছি’। এরপর রুতবকে, ‘শরীরটা ভালো লাগছে না’ বলবেন
কয়েকজন বন্ধু মিলে পার্টি দেবেন। কোনো একজনকে দাওয়াত দিতে চান না। আবার এটা ভাবতেই খারাপ লাগছে। তাই...
ক. তাকেও দাওয়াত দেবেন
খ. দাওয়াত দেবেন না
গ. দাওয়াত দেবেন, তার সঙ্গে মজা করবেন
আপনার একটি গ্যাজেট কিছুক্ষণের জন্য এক বন্ধু ধার নিয়েছিল। ফেরত দেয়ার সময় সে আপনাকে ধন্যবাদ জানাতে না ভুললেও ত্রুটির কথা চেপে গেল। সমস্যাটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে আপনি...
ক. আর্তনাদ করে উঠবেন। তাকে পে করতে বলবেন
খ. শান্তস্বরে তাকে বলবেন, কী হয়েছে; সারিয়ে তুলতে সুবিধা হবে
গ. কিছুই বলবেন না। তক্কে তক্কে থাকবেন, তার কোনো এক প্রিয় জিনিস নষ্ট করার
পয়েন্টস: ১) ক= ১; খ= ২; গ= ৩
২) ক= ৩; খ= ২; গ= ১
৩) ক= ১; খ= ৩; গ= ২
৪) ক= ৩, খ= ১; গ= ২
৫) ক= ২; খ= ৩; গ= ১
৬) ক= ২, খ=১; গ=৩
৭) ক=২; খ=৩; গ=১
আপনার স্কোর:
১৮-২১ পয়েন্ট: উত্তম বন্ধ
আপনাকে নিয়ে আপনার বন্ধুরা গর্ব করতেই পারে, আপনার সান্নিধ্য তারা উপভোগ করেন। আপনি আজীবন বন্ধুত্ব অটুট রাখতে চান।
১০-১৭ পয়েন্ট: ভালো বন্ধ
আপনি ব্যালান্স করে চলেন। বন্ধুর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। আপনারও অনেক বন্ধু রয়েছে।
৭-১০ পয়েন্ট: শুধুই বন্ধু
আপনি শুধুই বন্ধু। কোনো বন্ধুর বিপদ-আপদে পাশে থাকেন না।
- See more at: http://bonikbarta.com/rong-dong/2013/11/09/21750#sthash.ypMk8Hnq.dpuf
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
November
(41)
-
▼
Nov 09
(10)
- ঐশ্বরিয়া সুইসাইড- 17 yrs old ashwaria committed su...
- ব্রেক আপ ? দেখে নাউ কি কি পেলে ছেকার বিনিময়ে-After...
- তোমার বয়ফ্রেন্ড এই মিথ্যাগুলো বলবে- Your Boy Frien...
- লুকোচুরি খেলা নিষেধ- Hide and Seek Game is Bad for...
- ভাল বন্ধু মাপার যন্ত্র- Calculate Good Friend
- সুখে থাকতে চান?- How To Be Happy Easily
- চার কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি- 15 days exte...
- শিশুদের যৌন বিক্রি-ভাল কাজের লোভ- Child Prostituti...
- ৩০টি কাজের তালিকা - 30 doings before Thirty Years Old
- ধর্ষণ উৎসব- ধর্ষণ করে 'রেপ সুপারস্টার' হওয়ার দাবি ...
-
▼
Nov 09
(10)
-
▼
November
(41)
- ► 2011 (2088)