বিডি ফিন্যান্সের রাইট শেয়ার সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১৭ নভেম্বর

Friday, October 04, 2013 Unknown

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ১৭ নভেম্বর থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার সাবস্ক্রিপশন ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৪৯৬তম কমিশন সভায় বিডি ফিন্যান্সের ৩আর : ৫ অনুপাতে রাইট শেয়ার অনুমোদন করে। অর্থাৎ বিনিয়োগকারীরা ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার নিতে পারবে। কোম্পানিটি শেয়ারবাজারে মোট ৩ কোটি ৯০ লাখ ৮ হাজার ৫১৫টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমের বাজার থেকে ৩৯ কোটি ৮৫ হাজার ১৫০ টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে কোনো প্রিমিয়াম নেওয়া হবে না। পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাসেল-২ এর শর্ত পূরণে মূলধন শক্তিশালী করতে ব্যয় করা হবে। রাইট শেয়ার ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেরস লিমিটেড।

Blog Archive