খুচরা পর্যায়ে চিনি ও ভোজ্য তেলের মূল্য আগামী সপ্তাহে পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মোহাম্মদ গোলাম হোসেন।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনি আমদানিকারক, পরিশোধক ও উৎপাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শুরুর দিকে বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বৈঠকে উপস্থিত থাকলেও শেষ হওয়ার আগেই তিনি চলে যান।
বাণিজ্য সচিব বলেন, ভোজ্য তেল ও চিনির মূল্য নির্ধারণী কমিটির চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান মিল মালিকদের সঙ্গে বসে দাম পুনর্নির্ধারণ করবেন। এ লক্ষ্যে আগামী সোমবার ভোজ্য তেল ও চিনির মিল মালিকদের সঙ্গে বৈঠক আহবান করা হয়েছে। ওই বৈঠকে পরিবেশক নিয়োগের সর্বশেষ অগ্রগতি এবং এ সংক্রান্ত বিদ্যমান কিছু সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে রমজান উপলক্ষে গত জুলাইয়ের শেষ দিকে খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির মূল্য সর্বোচ্চ ৬৫ টাকা এবং ভোজ্য তেল লিটার প্রতি ১০৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।