(১৮৬৪) গ্রামীণফোন-GP-এক্সক্লুসিভ

Thursday, September 15, 2011 Unknown

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটিং কোম্পানি গ্রামীণফোন স্থানীয় ব্যাংকগুলো স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিবে গ্রামীণফোনথেকে ১ হাজার ১০২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এ ঋণ নিয়ে মূলধনী ব্যবস্থাকে কার্যকর করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

টেলিযোগাযোগ খাতের ‘এ’ ক্যাটাগরির গ্রামীণফোন ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। ১০ টাকা ফেসভ্যালুর এ শেয়ারের মার্কেট লট ২০০টিতে। গত এক মাসে এ শেয়ারের দর ১৬৬.৭০ টাকা থেকে ১৮১.১০ টাকার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন (জানুয়ারি ১১ - জুন ১১) অনুযায়ী গত ৬ মাসে প্রতিষ্ঠানটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৬৭৬ কোটি ৬৪ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিলো ৪৮৩ কোটি ২৯ লাখ টাকা।

Blog Archive