মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১-এর ৫৬ বিধির পঞ্চম তফসিলের ২ ও ৫ নম্বর দফা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বিধিমালায় কিছু বিধি-নিষেধ রয়েছে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সুপারিশে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিধি নিষেধগুলো স্থগিত করা হয়েছে।
জানা যায়, মিউচুয়াল ফান্ড বিধিমালার পঞ্চম তফসিলের ২ ও ৫ নম্বর দফা অনুযায়ী মিউচুয়াল ফান্ডগুলো একক প্রতিষ্ঠানের শেয়ারে মোট মূলধনের ১০ শতাংশ ও একক খাতে মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারত। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিষয়টি শিথিল করা হয়েছিল। এবারও গতকাল এসইসির সঙ্গে বৈঠকে এটা শিথিল করার সুপারিশ করা হয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির পক্ষ থেকে।