টানা দরপতনের প্রতিবাদে লেনদেন বন্ধ রাখতে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন ব্রোকারেজ হাউজে গিয়ে গণসংযোগ করবে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
এছাড়া পুঁজিবাজারকে স্বাভাবিক করার লক্ষে এবং পূর্ব ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নে সংগঠনটি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।
কিছুক্ষণের মধ্যে এ বৈঠক শুরু হবে।
এসইসির সঙ্গে বৈঠক হবে দুপুর সাড়ে ১২টায় ও ডিএসইর সঙ্গে দুপুর দেড়টায়।
দুপুর ২টায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ বিভিন্ন ব্রোকারেজ হাউজে গিয়ে লেনদেন বন্ধ করার গণসংযোগ করবে।
সংগঠনের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী বলেন, ‘বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে আমরা গণসংযোগ কর্মসূচি পালন করবো।’
তিনি বলেন, ‘বাজারের স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ব্যক্তি বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে বাধ্য করাতে হবে। এজন্য সরকার ও এসইসিকে এ উদ্যোগ নিতে হবে।’
মিজান উর রশীদ বলেন, ‘পুঁজিবাজার ধ্বংসের মহানায়ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।’
এজন্য তাদের পদত্যাগ দাবি করেন তিনি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ উল্লাহ ফিরোজ বলেন, ‘বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএসই কী উদ্যোগ নিচ্ছে তা জানার জন্যই আজ আমরা তাদের সঙ্গে বৈঠকে বসছি। এর আগে সাড়ে ১২টায় এসইসির সঙ্গে আমাদের একটি বৈঠক রয়েছে।’
তিনি বলেন, ‘এ বৈঠকে গত মাসের ৭ তারিখে এসইসির কাছে আমরা ১৭ দফা দাবি পেশ করেছিলাম তার কতটুকু অগ্রগতি হয়েছে তা নিয়ে আলোচনা করবো।’