(১৫২১) উদ্দেশ্যঃ ভোগ বিলাস

Wednesday, June 08, 2011 Unknown

শেয়ারবাজার :::: সরকারের মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা ভোগের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট কে আজাদ চৌধুরী

বুধবার বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান

যৌথভাবে আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড এবং ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)

কে আজাদ বলেন, ‘ এমপি মন্ত্রীরা ৩১৯টি শুল্কমুক্ত গাড়ি এনেছেন এতে সরকার ১৩ শ’ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে যারা রাজস্ব আয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ ব্যবসায়ীদের উৎসাহিত করবে তারাই যদি শুল্কমুক্ত সুযোগ-সুবিধা নেন, তাহলে ব্যবসায়ী সাধারণ মানুষ সরকারকে শুল্ক দিতে উৎসাহ হারিয়ে ফেলবে।’

ডিসিসিআই’র সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মইনুদ্দিন নিয়াজি

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডিসিসিআই’র সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক আবু আব্দুল্লাহ, শিল্প সচিব কে এস মাসুদ সিদ্দিকী, অধ্যাপক সুভাগত চৌধুরী, ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি টি আই এম নূরুল কবীর প্রমুখ

বক্তারা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অ্যাক্রিডিটেটেড ল্যাবরেটরি স্থাপনের বিকল্প নেই বলে মত দেন

এছাড়া অ্যাক্রিডিটেশন সনদ সরকারি ক্রয় এর প্রক্রিয়ার গুণগত মান নিশ্চিত করার বিষয়ে দাবি জানান

বক্তারা বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্ব একটি অখ- গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে বিশ্ব বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা সৃষ্টি এবং প্রবেশাধিকার নিশ্চিত করতে আমাদের বিশ্বমানের পণ্য উৎপাদন করতে হবে

তারা বলেন, বাংলাদেশি রপ্তানি পণ্যে অ্যাক্রিডিটেশন করা না গেলে বিশ্ব বাজারে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে

কারণে বক্তারা অ্যাক্রিডিটেশনের মাধ্যমে পরীক্ষাগারসমূহে বিভিন্ন পরীক্ষা পরিচালনায় তাদের দক্ষতার উন্নয়ন এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান

সময় তারা অ্যাক্রিডিটেশন ব্যবস্থা রপ্তানিকৃত দেশে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়তা করবে বলেও জানান




Robi profit edges down


Net profit of Robi Axiata Ltd has declined by 12.90 percent to Tk 54 million in the first quarter to March 31, compared to the same period last year, the company said yesterday.
Bangladesh's third largest telecom company said the profit decline was due to “high acquisition costs and devaluation of the taka”.
Robi posted 19 percent revenue growth or Tk 7,061 million in the first quarter, compared to the same quarter of 2010, driven by “sustained operational improvements by all key drivers,” it said.
According to official data, Robi has 13.794 million subscribers.
EBITDA (earnings before interest, taxes, depreciation and amortisation) improved by 45 percent in the first quarter, compared to the same quarter of last year.
“The company saw stable performance in all financial metrics, in a seasonally slow quarter, amidst heightened competitive pressures, and the devaluation of the taka impacting foreign loan and licence renewal issue in Bangladesh,” said Michael Kuehner, managing director and CEO of the company.

Blog Archive