(১৫২৩) দিনশেষে

Wednesday, June 08, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচক ব্যাপক ওঠানামা করার পর দিনশেষে বেড়েছে তবে উভয় বাজারে লেনদেন কমেছে

এদিন লেনদেনে শুরুর প্রথম মিনিটে ডিএসইর সূচক পয়েন্টের মতো বাড়ে তবে সকাল ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত সূচক ৩০ পয়েন্টের মতো পড়ে যায় এর পরের ১৫ মিনিট আবার সূচক বাড়ে পরবর্তীতে বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত সূচক কমে এভাবেই সারাদিনই সূচক ব্যাপক ওঠানামা করে একই চিত্র ছিল সিএসইতেও

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয় মোট ২৬৪টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম

এদিন ডিএসইর সাধারণ সূচক পয়েন্ট বেড়ে উন্নীত হয় হাজার ৯৪৯ পয়েন্টে সার্বিক সূচক পয়েন্ট বেড়ে উঠে যায় হাজার ৯৪৬ পয়েন্টে

বুধবার ডিএসইতে ২৬৪ প্রতিষ্ঠানের মোট ১০ কোটি লাখ ৬৫ হাজার ৩৯৪টি শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয় যার বাজার মূল্য ৭৭১ কোটি লাখ ৮৪ হাজার টাকা আগের দিনের চেয়ে এদিন ডিএসইতে লেনদেন কম হয়েছে ১০৬ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা

এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ইউসিবিএল, পিএলএফএসএল, বিএসআরএম স্টিলস, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়্যারওয়েজ, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক বেক্সটেক্স

ওদিকে দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- পূবালী ব্যাংক, ইস্টার্ন লুব্রিক্যান্ট, গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, পিএলএফএসএল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

এছাড়া ডিএসইতে সবচেয়ে বেশি দাম কমা কোম্পানি দশটি হলো- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বিডি ওয়েল্ডিং, কোহিনুর কেমিক্যালস, বারাকাতুল্লাহ ইলেক্ট্র ডায়নামিকস, বিকন ফার্মা ওসিএল

সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইতে লেনদেন হয় মোট ১৯০টি প্রতিষ্ঠানের এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম

এদিন সিএসইর সাধারণ সূচক পয়েন্ট বেড়ে উঠে আসে ১০ হাজার ৬৩৪ পয়েন্টে সার্বিক সূচক পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৫০৪ পয়েন্টে

বুধবার সিএসইতে লেনদেন হয় মোট ১০৬ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ২৬২ টাকার শেয়ার ইউনিট আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১২৩ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ২৯৫ টাকা

Charter amendment report today


The parliamentary special body on constitution amendment is going to submit its report before the parliament Wednesday afternoon.

Syeda Sajeda Chowdhury, chairperson of the JS body will place the report, which has been learnt to contain 51 points.

According to the House’s business schedule of the day, the 22-page report will be placed at the end hour. The session is scheduled to begin at 5:15pm.

On July 21 last year the parliament formed the 15-member special committee to amend the country’s charter. Main opposition BNP did not propose names of any of its lawmakers to incorporate in the committee.

The committee on July 5 finalised the report on much-talked about constitution amendment.

Blog Archive