(১৬৫২) তিনগুণ বেশি খরচ...২। Grameen Bank systems philosophically

Wednesday, June 22, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রায় তিনগুণ বেশি খরচ বাড়িয়ে টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ডবল বা দ্বৈত রেললাইন নির্মাণের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে ফলে সংশোধিত এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে দুই হাজার ৩৭ কোটি টাকা
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়
কনস্ট্রাকশন অব ডাবল লাইন বিটুইন টঙ্গী অ্যান্ড ভৈরববাজার ইনক্লুডিং সিগন্যালিং’ শিরো-নামের এই প্রকল্পটি ২০০৬ সালে প্রথম অনুমোদন দেওয়া হয় তখন এর ব্যয় ধরা হয়েছিল ৭২০ কোটি টাকা কিন্তু যথাসময়ে দরপত্র আহ্বানসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে না পারায় পাঁচ বছর পর ২২০ শতাংশ ব্যয় বাড়িয়ে গতকাল আবারও সংশোধিত আকারে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়
একনেকের বৈঠক শেষে প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনাসচিব মনজুর হোসেন সাংবাদিকদের জানান, ২০০৪ সালে যখন প্রকল্পটির ব্যয় প্রাক্কলন করা হয় তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লেগেছে ততক্ষণে জিনিসপত্রের দাম আরও বেড়েছে জমি অধিগ্রহণেও আগের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে হবে
প্রকল্পটি বাস্তবায়ন করতে নরসিংদী কালীগঞ্জ এলাকায় প্রায় ৭০ একর জমি অধিগ্রহণ করতে হবে সংশোধিত প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০০৭ সালের জুলাই থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত
ছাড়া প্রকল্পটিতে বিদেশি সহায়তা হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে এক হাজার ৪০৫ কোটি টাকা আর বাকি অর্থ স্থানীয়ভাবে জোগান দেওয়া হবে ইতিমধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রকল্পটির কেনাকাটার অনুমোদন দেওয়া হয়েছে
ছাড়া গতকালের একনেকের সভায় মোট পাঁচ হাজার ১২৪ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে অন্য প্রকল্পগুলো হলো— দুই হাজার ৫৫৮ কোটি টাকার খুলনা পানি সরবরাহ প্রকল্প, ৫২ কোটি টাকার গবাদিপশু পালন বায়োগ্যাস বোতলজাতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনমূলক প্রায়োগিক গবেষণা প্রকল্প, ২৭৬ কোটি টাকার স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রকল্প, ৩৩ কোটি টাকার কুড়িগ্রামে সমন্বিত বীজ হিমাগার নির্মাণ প্রকল্প, ৯৮ কোটি টাকার তিনটি বেজমেন্টসহ বিনিয়োগ বোর্ডের নিজস্ব ভবন নির্মাণ প্রকল্প এবং ৭০ কোটি টাকার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার নির্মাণ প্রকল্প
একনেকের সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী একনেকের বিকল্প চেয়ারপারসন আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

 
===========================

There is little difference between the cooperative and Grameen Bank systems philosophically, though some dissimilarities are there in their methods, says the LGRD and cooperatives minister.

"Providing soft-term loans in this subcontinent goes back to 1904. In the case of Grameen Bank, the landless women are the beneficiaries, while both men and women are equally eligible in the case of cooperative," said Syed Ashraful Islam on Wednesday.

Syed Ashraf, also the Awami League general secretary, said this in parliament in reply to a question from Jatiya Party MP Maidul Islam on difference between the 1904 cooperative act and Muhammad Yunus' micro-credit theory.

The minister said the cooperative credit society act-1904 was promulgated to protect farmers from moneylenders and middlemen by providing them with soft-term loans.

DISSIMILARITIES

"Cooperatives and Grameen Bank are similar in philosophy, but different in terms of methodology," Ashraf told the House.

Besides, the beneficiaries of the bank have no legal entity unlike those of the cooperatives.

Dissimilarities are also there in identifying borrowers, the amount of loan and recovery, Ashraf added.

"Grameen Bank's focus is on the landless women while cooperatives bring people from all strata — men and women, farmers and workers."

Blog Archive