(১৪৯৯) অর্থমন্ত্রীর দাবি ভুয়া

Monday, June 06, 2011 Unknown
 :::: সিপিডির সিনিয়র ফেলো অর্থনীতিবিদ . দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘কোনোভাবেই জিডিপির প্রবৃদ্ধি . শতাংশের অধিক নয়।’

অর্থমন্ত্রীর দাবিকৃত জিডিপির প্রবৃদ্ধি . শতাংশ অজর্নের দাবিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন তিনি

সোমবার জাতীয় প্রেসক্লাবে ভোরের কাগজ আয়োজিতবাজেট ২০১১ কর প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন

ভোরের ডাক সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক অর্থ উপদেষ্টা . এবি মির্জা আজিজুল ইসলাম, আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন প্রমুখ

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জনে যেসব সূচক গণনা করা হয় সেগুলোর সামগ্রিক কোনও উন্নয়ন ঘটেনি

তিনি বলেন, কৃষির সাথে ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়নি বিনিয়োগের সঠিক পরিমাণ বাংলাদেশ ব্যুরো অব স্ট্র্যাটেজির পরিসংখ্যানের সাথে মিল নেই ক্ষুদ্র বিনিয়োগ প্রথম মাসে নেতিবাচক দেখানো হলেও পরের ছয় মাসে তারাহুড়ো করে ইতিবাচক দেখানো হয়েছে

বছর শুরুর প্রথম মাসের প্রবৃদ্ধি অর্জনের সঙ্গে পরের মাসের প্রবৃদ্ধির মিল না থাকলেও শেষের মাসের প্রবৃদ্ধিতে গড় হিসাব করা হয়েছে বলে তিনি জানান

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী


Blog Archive