ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ হিসেবে ৩২% বোনাস শেয়ার অনুমোদন করেছে। রাজধানীর অফিসার্স ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশিদ সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালক ও উদ্যোক্তারা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, কোম্পানির সচিব মো. তারিকুল আলম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
মো. হারুনুর রশিদ বলেন, ব্যাংকিং খাতে তীব্র প্রতিযোগিতা ও প্রতিকূল বাজার-পরিস্থিতি সত্ত্বেও এনসিসি ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও মুনাফা অর্জন সন্তোষজনকভাবে বেড়েছে। তিনি অগ্রগতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বেশ কয়েকজন শেয়ারহোল্ডার ব্যাংকের নিরীক্ষিত প্রতিবেদনের ওপর বক্তব্য দেন এবং ভবিষ্যতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিছু পরামর্শ দেন।
সভায় ব্যাংকের পরিচালকমণ্ডলীর ২০১০ সালের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।
The 26th annual general meeting (AGM) of National Credit and Commerce (NCC) Bank Limited has approved 32 per cent stock dividend (bonus share) for the year that ended on December 31, 2010.
The AGM was held in the city recently. Vice Chairman of the bank Md Harunur Rashid MP presided over the meeting, said a press release.
Directors, sponsors shareholders, a large number of shareholders and Managing Director Mohammed Nurul Amin attended the AGM.
The Directors Report and Audited Accounts of the bank for the year that ended on December 31, 2010 was placed before the shareholders at the AGM and was approved accordingly.
In his presidential address, Mr Rashid said that the year 2010 was another milestone of success for the bank.
Deposits, advances, profits, foreign exchange business, recovery of bad loans and other fields of activities have recorded significant improvement during the year, he mentioned.
Mr Rashid told the AGM that the bank had earned Tk 4.10 billion operating profit during the year 2010 despite hard competition in the banking sector and the bank was marching towards steady progress.
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশিদ সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালক ও উদ্যোক্তারা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, কোম্পানির সচিব মো. তারিকুল আলম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
মো. হারুনুর রশিদ বলেন, ব্যাংকিং খাতে তীব্র প্রতিযোগিতা ও প্রতিকূল বাজার-পরিস্থিতি সত্ত্বেও এনসিসি ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও মুনাফা অর্জন সন্তোষজনকভাবে বেড়েছে। তিনি অগ্রগতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বেশ কয়েকজন শেয়ারহোল্ডার ব্যাংকের নিরীক্ষিত প্রতিবেদনের ওপর বক্তব্য দেন এবং ভবিষ্যতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিছু পরামর্শ দেন।
সভায় ব্যাংকের পরিচালকমণ্ডলীর ২০১০ সালের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।
The 26th annual general meeting (AGM) of National Credit and Commerce (NCC) Bank Limited has approved 32 per cent stock dividend (bonus share) for the year that ended on December 31, 2010.
The AGM was held in the city recently. Vice Chairman of the bank Md Harunur Rashid MP presided over the meeting, said a press release.
Directors, sponsors shareholders, a large number of shareholders and Managing Director Mohammed Nurul Amin attended the AGM.
The Directors Report and Audited Accounts of the bank for the year that ended on December 31, 2010 was placed before the shareholders at the AGM and was approved accordingly.
In his presidential address, Mr Rashid said that the year 2010 was another milestone of success for the bank.
Deposits, advances, profits, foreign exchange business, recovery of bad loans and other fields of activities have recorded significant improvement during the year, he mentioned.
Mr Rashid told the AGM that the bank had earned Tk 4.10 billion operating profit during the year 2010 despite hard competition in the banking sector and the bank was marching towards steady progress.