অর্থমন্ত্রী বলেন, সরকারের নিজস্ব পর্যবেক্ষণ হলো, পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের অভাব ছিল। ভবিষ্যতে সমন্বয়হীনতা যেন আর না হয়, সে জন্য বাংলাদেশ ব্যাংক, এসইসি ও স্টক এঙ্চেঞ্জ দুটির মধ্যে সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রণে এসইসি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কমিটি যে মত দিয়েছে, সরকার তা গ্রহণ করছে না। বরং সরকার দেখছে যে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও যথাযথভাবে পদক্ষেপ সব সময় নেয়নি। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার একটি গতিশীল প্রতিষ্ঠান। একে নিজের মতো গতিশীলভাবে চলতে হবে।
Blog Archive
-
▼
2011
(2088)
-
▼
May
(870)
-
▼
May 01
(23)
- (৫৭৪) এরশাদ ঃ শেয়ারবাজার
- (৫৭৩) রিলায়েন্স ইন্সুরেন্স
- (৫৭২) NCC -এনসিসি ব্যাংক লিমিটেড
- (৬৭২) ইতিহাস হয়ে গেল
- No title
- (৫৭১) সতর্ক থাকার পরামর্শ
- (৫৭০) যুক্তরাজ্যে পড়াশোনা করে আসা চাকলাদার মনসুরুল...
- (৫৬৯) কোম্পানি’র তালিকায়
- No title
- শেয়ারবাজার প্রকাশিত তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি ক...
- (৫৬৮) ওরা ১০০ জন
- (৫৬৭) কুসুমেই কিট
- No title
- (৫৬৬) ১৯ ব্যক্তিকে ১৯ কোটি টাকা
- (৫৬৫) এক মাসের মধ্যে যা হবে
- (৫৬৪)আনোয়ারুল কবির শামীমা শরিফের শেয়ার ব্যবসা
- (৫৬২) নিজের মতো গতিশীলভাবে
- (৫৬১) তা স্বীকার করেছেন অর্থমন্ত্রী
- (৫৬০) ব্যবস্থা নিচ্ছে সরকার
- (৫৫৯) মবিল যুমনা ২০০ শতাংশ
- ►(●̮̮̃•̃)ღ ® T~R~U~E ๑۩۩ S~T~O~R~Y ® ღ(●̮̮̃•̃)◄๑
- No title
-
▼
May 01
(23)
-
▼
May
(870)