শেয়ারবাজার :::: এক দিন একটু আলোর ঝলক দিয়ে আবারও দরপতনের ধারায় দেশের দুই শেয়ারবাজার। বাংলাদেশ ফান্ডের সমর্থনে গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কিছুটা বাড়লেও গতকাল মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জেই বড় দরপতন হয়েছে।
স্টক এক্সচেঞ্জ দুটিতে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সূচকও। একই সঙ্গে লেনদেনও আগের দিনের চেয়ে কমে গেছে। আর এতে বিনিয়োগকারীদের হতাশা দীর্ঘায়িত হয়েছে। তাঁদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে এ অবস্থার সৃষ্টি করছে।
স্টক এক্সচেঞ্জ দুটিতে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সূচকও। একই সঙ্গে লেনদেনও আগের দিনের চেয়ে কমে গেছে। আর এতে বিনিয়োগকারীদের হতাশা দীর্ঘায়িত হয়েছে। তাঁদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে এ অবস্থার সৃষ্টি করছে।