শেয়ারবাজার :::: বাজেট সামনে রেখে নানামুখি গুজব এবং বিনিয়োগকারীদের আস্থার সঙ্কটের কারণেই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। ধারাবাহিক দরপতনের প্রধান কারণ হিসেবে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় থাকা ও বিনিয়োগকারীদের আস্থা সঙ্কটকেই দায়ী করেছেন।
তাঁরা জানান, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একটানা বড় বিপর্যয়ের পর সরকারের দিক থেকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছিল। কিন্তু পুঁজিবাজার থেকে ব্যাংকের অর্জিত মুনাফার পুনর্বিনিয়োগসহ অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় বাজারে তারল্য সঙ্কট (নগদ মুদ্রার সংকট)অব্যাহত রয়েছে। এতে বিনিয়োগকারীরা আবারও বাজারের ওপর আস্থা হারিয়ে ফেলছেন।
তাঁরা জানান, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একটানা বড় বিপর্যয়ের পর সরকারের দিক থেকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছিল। কিন্তু পুঁজিবাজার থেকে ব্যাংকের অর্জিত মুনাফার পুনর্বিনিয়োগসহ অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় বাজারে তারল্য সঙ্কট (নগদ মুদ্রার সংকট)অব্যাহত রয়েছে। এতে বিনিয়োগকারীরা আবারও বাজারের ওপর আস্থা হারিয়ে ফেলছেন।