শেয়ারবাজার :::: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই পুঁজিবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
আগের কার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়।
লেনদেনের প্রথম একঘণ্টায় ডিএসইতে মূল্যসূচক বেড়েছে ৭৮ পয়েন্ট ও সিএসইতে ১০৭ পয়েন্ট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে এর সূচক ৮০ পয়েন্টের মতো বেড়ে যায়।
এরপর ১১ টা ৫ থেকে ৩৫ মিনিট পর্যন্ত সূচক কমে। পরে আবার বাড়তে থাকে, যা দুপুর সোয়া ১২টা পর্যন্ত অব্যাহত ছিল।
প্রথম একঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২৪৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম।
একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৪৭৬ পয়েন্টে।
এ সময় লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ তিন প্রতিষ্ঠান ছিল- এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিলস ও আফতাব অটোমোবাইলস।
সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার লেনদেনের প্রথম এক ঘণ্টায় সিএসইর সাধারণ সূচক ১০৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৯ হাজার ৮০৭ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দামই বেড়েছে, কমেছে দশটির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের দাম।
প্রথম এক ঘণ্টায় সিএসইতে লেনদেন হয় মোট ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আগের কার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়।
লেনদেনের প্রথম একঘণ্টায় ডিএসইতে মূল্যসূচক বেড়েছে ৭৮ পয়েন্ট ও সিএসইতে ১০৭ পয়েন্ট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে এর সূচক ৮০ পয়েন্টের মতো বেড়ে যায়।
এরপর ১১ টা ৫ থেকে ৩৫ মিনিট পর্যন্ত সূচক কমে। পরে আবার বাড়তে থাকে, যা দুপুর সোয়া ১২টা পর্যন্ত অব্যাহত ছিল।
প্রথম একঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২৪৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম।
একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৪৭৬ পয়েন্টে।
এ সময় লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ তিন প্রতিষ্ঠান ছিল- এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিলস ও আফতাব অটোমোবাইলস।
সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার লেনদেনের প্রথম এক ঘণ্টায় সিএসইর সাধারণ সূচক ১০৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৯ হাজার ৮০৭ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দামই বেড়েছে, কমেছে দশটির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের দাম।
প্রথম এক ঘণ্টায় সিএসইতে লেনদেন হয় মোট ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।