পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ জন্য সংগঠনটি কাল মঙ্গলবার বেলা আড়াইটায় ডিএসইর কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করবে। আজ সোমবার সংগঠনটির আহ্বায়ক মিজান-উর-রশিদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রচারপত্রে এ দাবি জানানো হয়।
এতে আরও জানানো হয়, সম্প্রতি পুঁজিবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ে নিঃস্ব ও অসহায় লাখ লাখ বিনিয়োগকারীর অব্যাহত বিক্ষোভ ও প্রতিবাদের মুখে সরকার বাজার বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে। তদন্তে বাজারের কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িত ব্যক্তিদের শাস্তি এখন লাখ লাখ বিনিয়োগকারীর প্রাণের দাবি। কিন্তু তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে না।
এতে আরও জানানো হয়, সম্প্রতি পুঁজিবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ে নিঃস্ব ও অসহায় লাখ লাখ বিনিয়োগকারীর অব্যাহত বিক্ষোভ ও প্রতিবাদের মুখে সরকার বাজার বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে। তদন্তে বাজারের কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িত ব্যক্তিদের শাস্তি এখন লাখ লাখ বিনিয়োগকারীর প্রাণের দাবি। কিন্তু তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নেওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে না।