BUSINESS FORUM USB slot
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভি বলেছেন, অধিকাংশ শেয়ার এখন কেনার মতো অবস্থানে আছে। ৪৯ শতাংশ শেয়ারের পিই (মূল্য আয় অনুপাত) ১৮-এর নিচে নেমে এসেছে। তাই বিনিয়োগকারীদের অস্থির হওয়ার কোনো কারণ নেই।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শাকিল রিজভি বলেন, শেয়ারের বেসিক হচ্ছে পিই। সূচকের ওঠানামায় অস্থির না হয়ে বিনিয়োগকারীদের পিই ও মৌলভিত্তি দেখে শেয়ার কিনতে হবে। সূচক মাথা থেকে বের করে দিতে হবে। তিনি বলেন, মার্কেটে বড় ধরনের সংশোধন হয়েছে। বাজার এখন স্বাভাবিক অবস্থায় আছে। রিজভি আরও বলেন, ২০০৭ সালে মার্কেটের ওভার অল পিই ছিলো ২২, ২০০৮ সালে ১৯ এবং ২০০৯ সালে ২৫ এবং ২০১০ সালে পিই ছিলো ২৯।
২০১১ সালে বাজার সংশোধনের পর মার্কেটের পিই এসে দাঁড়িয়েছে ১৮তে। সুতরাং বিনিয়োগকারীরা যদি পিই দেখে শেয়ার কিনেন তবে তাদের লোকসানের মধ্যে পড়তে হবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভি বলেছেন, অধিকাংশ শেয়ার এখন কেনার মতো অবস্থানে আছে। ৪৯ শতাংশ শেয়ারের পিই (মূল্য আয় অনুপাত) ১৮-এর নিচে নেমে এসেছে। তাই বিনিয়োগকারীদের অস্থির হওয়ার কোনো কারণ নেই।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শাকিল রিজভি বলেন, শেয়ারের বেসিক হচ্ছে পিই। সূচকের ওঠানামায় অস্থির না হয়ে বিনিয়োগকারীদের পিই ও মৌলভিত্তি দেখে শেয়ার কিনতে হবে। সূচক মাথা থেকে বের করে দিতে হবে। তিনি বলেন, মার্কেটে বড় ধরনের সংশোধন হয়েছে। বাজার এখন স্বাভাবিক অবস্থায় আছে। রিজভি আরও বলেন, ২০০৭ সালে মার্কেটের ওভার অল পিই ছিলো ২২, ২০০৮ সালে ১৯ এবং ২০০৯ সালে ২৫ এবং ২০১০ সালে পিই ছিলো ২৯।
২০১১ সালে বাজার সংশোধনের পর মার্কেটের পিই এসে দাঁড়িয়েছে ১৮তে। সুতরাং বিনিয়োগকারীরা যদি পিই দেখে শেয়ার কিনেন তবে তাদের লোকসানের মধ্যে পড়তে হবে না।