business opportunity‘বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাজারে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়তে ব্যর্থ হলে ওইসব প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, ‘বাজারে শেয়ার ছাড়ার ব্যর্থতায় সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে বলে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি আমাদের সাংবাদিকদের চেনেন না। অর্থমন্ত্রী হিসেবে এ ব্যাপারে তিনি ব্যর্থ হলে সাংবাদিকরা যদি তার পদত্যাগের প্রশ্ন তোলেন, তখন তিনি কি করবেন?’
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা এ আলোচনাসভার আয়োজন করে।
সুরঞ্জিত আরও বলেন, ‘শেয়ারবাজারের সাম্প্রতিক সূচক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হলে তিনি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে পারবেন। কিন্তু আমরা কী তার তদন্ত রিপোর্টকে কার্যকর করতে পারবো?’
সংবিধান সংশোধন প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার ধর্মের সূক্ষ্ম বিষয়সহ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’কে অটুট রেখেই ধর্ম নিরপেক্ষ সংবিধানে ফিরে যাবে। বিসমিল্লাহির রাহিম রাখা হবে কিনা তা নিয়ে অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছে কিন্তু তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।’
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজলে চলে না। এভাবে দেশ চালানো যায় না।’
ব্যাসায়ীদের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, এদের কোনো দল নেই। এরা সময়ে আওয়ামী লীগের সময়ে বিএনপির। আবার একই সাথে আওয়ামী লীগ বিএনপি দুটোরই।’
তিনি আরও বলেন, ‘সরকারের ভিতর ছদ্ম ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। এদের চিহ্নিত করতে হবে।,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ।
তিনি বলেন, ‘বাজারে শেয়ার ছাড়ার ব্যর্থতায় সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে বলে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি আমাদের সাংবাদিকদের চেনেন না। অর্থমন্ত্রী হিসেবে এ ব্যাপারে তিনি ব্যর্থ হলে সাংবাদিকরা যদি তার পদত্যাগের প্রশ্ন তোলেন, তখন তিনি কি করবেন?’
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা এ আলোচনাসভার আয়োজন করে।
সুরঞ্জিত আরও বলেন, ‘শেয়ারবাজারের সাম্প্রতিক সূচক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হলে তিনি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে পারবেন। কিন্তু আমরা কী তার তদন্ত রিপোর্টকে কার্যকর করতে পারবো?’
সংবিধান সংশোধন প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার ধর্মের সূক্ষ্ম বিষয়সহ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’কে অটুট রেখেই ধর্ম নিরপেক্ষ সংবিধানে ফিরে যাবে। বিসমিল্লাহির রাহিম রাখা হবে কিনা তা নিয়ে অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছে কিন্তু তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।’
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজলে চলে না। এভাবে দেশ চালানো যায় না।’
ব্যাসায়ীদের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, এদের কোনো দল নেই। এরা সময়ে আওয়ামী লীগের সময়ে বিএনপির। আবার একই সাথে আওয়ামী লীগ বিএনপি দুটোরই।’
তিনি আরও বলেন, ‘সরকারের ভিতর ছদ্ম ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। এদের চিহ্নিত করতে হবে।,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ।