পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানির মোট শেয়ারসংখ্যাকে বিবেচনায় না নিয়ে শুধু লেনদেনযোগ্য (ফ্রি ফ্লোট) শেয়ার লেনদেনের ভিত্তিতে সূচক গণনার প্রস্তাব করেছে দুই স্টক এঙ্চেঞ্জ। তালিকাভুক্ত কোনো কম্পানির শেয়ার লেনদেন হলেই কেবল তা সূচকে অন্তর্ভুক্ত হবে। সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) কর্মকর্তাদের সামনে সূচক নির্ধারণ পদ্ধতির ব্যাখ্যা ও নমুনা উপস্থাপনকালে দুই স্টক এঙ্চেঞ্জের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে চালু সূচকগুলো বাতিল করে নতুন সূচক নির্ধারণ করা হলে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে বলে ডিএসই ও সিএসইর পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়। এ কারণে বর্তমান অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পদ্ধতিতে সূচক নির্ধারণের প্রস্তাব করা হয়। সূত্র জানায়, ডিএসই ও সিএসইর পক্ষ থেকে উপস্থাপিত সূচকের বিষয়ে এসইসি কর্মকর্তারা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তবে এসইসির সংশ্লিষ্ট বিভাগ ও কমিশন সভায় সামগ্রিক পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কবে থেকে নতুন পদ্ধতিতে সূচক নির্ধারণ করা হবে_তা সম্পূর্ণভাবে এসইসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
Blog Archive
-
▼
2011
(2088)
-
▼
February
(102)
-
▼
Feb 10
(15)
- (২৫৬) বিনিয়োগ না করে
- (২৫৫) বিরোধীতা করেন বলে অর্থমন্ত্রী
- (২৫৪) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২২ ফেব্রুয়ারি প্রথম
- (২৫৩) ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত
- (২৫২)বৃহস্পতিবার# ঝাড়ু মিছিল এবং রাস্তায় টায়ার জ্ব...
- (২৫১) ইতিমধ্যে নিজ উদ্যোগে কাজ শুরু
- (২৫০) অর্থমন্ত্রীর অফিসে মিটিং
- 101 Harun Securities Ltd. Room # 606, Stock Exchan...
- 1 A N F Management Company Ltd. Room # 504, Stock ...
- (২৪৯) মোট শেয়ারসংখ্যাকে বিবেচনায় না নিয়ে
- (১৪৮) বাদলের শেয়ার কিচ্ছা
- (১৪৭) কোনো শেয়ারই কেনা হয়নি
- (১৪৬) # ১০৭ জনের চলাচলে নজর
- (২৪৫) কারসাজিতে জড়িত ৫৭ জনকে
-
▼
Feb 10
(15)
-
▼
February
(102)