শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির লেনদেন স্পট ও ব্লক মার্কেটে শুরু হবে আজ। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ১৩ নভেম্বর রেকর্ড ডেটের কারণে এসব শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট, দেশ গার্মেন্টস, অগ্নি সিস্টেমস লিমিটেড, বিডি অটোকারস, হাক্কানি পাল্প এবং মুন্নু সিরামিকস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফু-ওয়াং সিরামিক: পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৯৭ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ৫ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা।
মালেক স্পিনিং: ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এছাড়া কোম্পানিটির সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তনের মাধ্যমে অনুমোদিত মূলধন ২০০ কোটি থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এর এজিএম অনুষ্ঠিত হবে।
সায়হাম টেক্সটাইল: ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা ও এনএভি ৩০ টাকা ৯২ পয়সা। আগামী ২ ডিসেম্বর বেলা ১১টায় হবিগঞ্জের মাধবপুর সায়হামনগরে কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।
গোল্ডেন হারভেস্ট: ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ২ টাকা ৪৩ পয়সা ও এনএভি ২৫ টাকা ৫৮ পয়সা। আগামী ১২ ডিসেম্বর গাজীপুরের বোরকানে কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।
দেশ গার্মেন্টস: ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ৮৮ পয়সা ও এনএভি ১২ টাকা ১২ পয়সা। আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এজিএম অনুষ্ঠিত হবে।
অগ্নি সিস্টেমস লিমিটেড: ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নেট মুনাফা হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, ইপিএস ১ টাকা ৬ পয়সা ও এনএভি ১৬ টাকা ৩৯ পয়সা। আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর গুলশান-১-এ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে।
বিডি অটোকারস: কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায়, রেজিস্টার্ড অফিস, ১১০ তেজগাঁও শিল্প এলাকা ঢাকায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা এবং এনএভি ৫ টাকা ৬৮ পয়সা।
হাক্কানি পাল্প: ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয়েছে ৫১ পয়সা, পুনর্মূল্যায়ন শেষে কোম্পানিটির এনএভি ৩১ টাকা ১ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রামে ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারে এর এজিএম অনুষ্ঠিত হবে।
মুন্নু সিরামিক: ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শুধু সাধারণ বিনিয়োগকারীর জন্য। কোম্পানির উদ্যোক্তা-পরিচালক এ লভ্যাংশ পাবেন না। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার টাকা, ইপিএস ৩৫ পয়সা ও এনএভি ৯৫ টাকা ৩০ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর মানিকগঞ্জে মুন্নু সিটিতে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
- See more at: http://bonikbarta.com/sharemarket/2013/11/10/21853#sthash.xn5wLowq.dpuf
Blog Archive
-
▼
2013
(195)
-
▼
November
(41)
-
▼
Nov 10
(10)
- ভিডিও যৌনতা ও সহিংসতা- Music Video-Sex-Violation
- সাবধান- ১ টন ওজনের উপগ্রহ পড়বে মাথার উপর এ সপ্তাহে...
- বিয়ে করবেন? - Before Marriage
- বিয়ে না করে শুক্রাণু গ্রহন-Sparm received to be Mo...
- প্রেম-বিয়ে-সন্তান-বিচ্ছেদ-Love-Marriage-Baby-Break Up
- ৯ কোম্পানির লেনদেন স্পট ও ব্লক মার্কেটে-this 9 Com...
- New মার্জিন ঋণ নীতিমালা - Margine Loan
- শেয়ারবাজারে আজ কি হচ্ছে-Share Market Today
- ১০টার পরিবর্তে বেলা ১১টায় লেনদেন- Trade Start afte...
- এই বাজার দেড় হাজার কটি টাকা্- This Market is of 1....
-
▼
Nov 10
(10)
-
▼
November
(41)
- ► 2011 (2088)